ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

এখনই রোমাঞ্চ নয়, অনেক কাজ বাকি : লিটন দাস

  • আপডেট সময় : ১১:০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সাদা চোখে যে কেউই বলবে, বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের দ্বারপ্রান্তে আছে। জয় না হলেও ড্র তো হবেই। চতুর্থ দিন শেষে ১৭ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের হাতে আছে ৫ উইকেট। দ্রুত কিউইদের অল-আউট করে ছোট্ট টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেওয়া বাংলাদেশের জন্য কঠিন নয়। কিন্তু এর আগে বাংলাদেশ জয়ের খুব কাছে গিয়েও হেরেছে। তাই এখনই জয়ের আনন্দে ভেসে যাওয়ার কিছু দেখছেন না লিটন কুমার দাস।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা লিটন আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন যে অবস্থায়, সে জন্য খুব বেশি রোমাঞ্চ অনুভব করছি না। আমাদের এখনো কম রান দিয়ে ৫ উইকেট নিতে হবে। সেই রান তাড়া করতে হবে। চেষ্টা থাকবে যত কমে তাদের অলআউট করা যায়। তারপর সেই রান তাড়া করার ব্যাপার আসবে। তবে এই উইকেটে সেটা যে খুব সহজ হবে, তা কিন্তু নয়। অনেক পরিশ্রম করতে হবে। তবে আমরা শান্ত আছি। আমাদের জিততেই হবে, এমন কথা নেই। আমরা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। সেই প্রক্রিয়া ধরেই সফল হয়েছি, সামনেও হব বলে আশা করছি।’ পেসার এবাদত হোসেনের অবিশ্বাস্য একটি স্পেলই আজ চতুর্থ দিন বিকেলে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে তিনি একাই কিউইদের বিপদে ফেলে দিয়েছেন। সতীর্থের এমন পারফর্মেন্সের উচ্ছসিত প্রশংসা শোনা গেল লিটন দাসের মুখে, ‘এবাদত আজ দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। আমার মনে হয়, সে একই জায়গায় বল করার কারণে অনেক সাহায্য পেয়েছে। তার ব্রেকথ্রু আমাদের দলকে অনেক চাঙা করেছে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এখনই রোমাঞ্চ নয়, অনেক কাজ বাকি : লিটন দাস

আপডেট সময় : ১১:০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : সাদা চোখে যে কেউই বলবে, বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের দ্বারপ্রান্তে আছে। জয় না হলেও ড্র তো হবেই। চতুর্থ দিন শেষে ১৭ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডের হাতে আছে ৫ উইকেট। দ্রুত কিউইদের অল-আউট করে ছোট্ট টার্গেট তাড়া করে ম্যাচ জিতে নেওয়া বাংলাদেশের জন্য কঠিন নয়। কিন্তু এর আগে বাংলাদেশ জয়ের খুব কাছে গিয়েও হেরেছে। তাই এখনই জয়ের আনন্দে ভেসে যাওয়ার কিছু দেখছেন না লিটন কুমার দাস।
প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা লিটন আজ মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখন যে অবস্থায়, সে জন্য খুব বেশি রোমাঞ্চ অনুভব করছি না। আমাদের এখনো কম রান দিয়ে ৫ উইকেট নিতে হবে। সেই রান তাড়া করতে হবে। চেষ্টা থাকবে যত কমে তাদের অলআউট করা যায়। তারপর সেই রান তাড়া করার ব্যাপার আসবে। তবে এই উইকেটে সেটা যে খুব সহজ হবে, তা কিন্তু নয়। অনেক পরিশ্রম করতে হবে। তবে আমরা শান্ত আছি। আমাদের জিততেই হবে, এমন কথা নেই। আমরা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। সেই প্রক্রিয়া ধরেই সফল হয়েছি, সামনেও হব বলে আশা করছি।’ পেসার এবাদত হোসেনের অবিশ্বাস্য একটি স্পেলই আজ চতুর্থ দিন বিকেলে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছে। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে তিনি একাই কিউইদের বিপদে ফেলে দিয়েছেন। সতীর্থের এমন পারফর্মেন্সের উচ্ছসিত প্রশংসা শোনা গেল লিটন দাসের মুখে, ‘এবাদত আজ দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। আমার মনে হয়, সে একই জায়গায় বল করার কারণে অনেক সাহায্য পেয়েছে। তার ব্রেকথ্রু আমাদের দলকে অনেক চাঙা করেছে।’