বিনোদন ডেস্ক : সালমান খান, সোহেল খান এবং আরবাজ খান। বলিউডে অভিনয় করেন তিনজনই। তবুও এক ছবিতে কখনও তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে আরবাজ জানিয়েছেন তিন ভাইয়ের এক সিনেমায় কাজ করার পরিকল্পনার কথা। সম্প্রতি হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাতকারে আরবাজ খান জানিয়েছেন তিন ভাইয়ের সম্পর্কের ব্যাপারে। অভিনেতা জানান, তিন ভাই নাকি এক জায়গায় হলে তাদের মধ্যে সিনেমা নিয়ে প্রচুর আলোচনা হয়। আরবাজ বলেন, ‘আমরা যে যেই কাজ করি, এক জায়গায় হলে বেশিরভাগ সময় সেই সব কাজ নিয়ে আলোচনা হয়। আমরা যখন দেখা করি, শুটিং কেমন চলছে, কতগুলি শিডিউল বাকি আছে, কবে মুক্তি পাচ্ছে, গানগুলি কী ইত্যাদি নিয়ে আলোচনা হয়। একে অপরকে জিজ্ঞেস করি কে কী কাজ করছি। এভাবে একে অপরের বিষয় জানতেও পারি।’ আরবাজ আরও বলেছেন, ‘আমাদের মধ্যে সিনেমা নিয়ে শুধু যে আলোচনা হয় তেমনটা নয়। যে কোনও পরিবারের মতো, আমরা সবাই একে অপরের সঙ্গে মজা করি, ঠাট্টা করি। যে কোনও পরিবারের মতো সাধারণ বিষয় এটি।’ অভিনেতা জানান এক ছবিতে তিন ভাইয়ের কাজ করার পরিকল্পনার কথা। এই প্রসঙ্গে আরবাজ বলেন, ‘বড় সম্ভাবনা আছে। যদি সুযোগ আসে আমরা লুফে নেব। এটাও ঠিক এই মুহূর্তে, আমরা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একটা সময় আসবে যখন সোহেল, সালমান এবং আমি কোনো এক সিনেমায় একসঙ্গে কাজ করব। খুব দেরি নেই সেটার, আশা করছি তাই।’ আরবাজ খানকে এরপর দেখা যাবে ‘তানাভ’-এ। আর সালমানের হাতে আছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘টাইগার থ্রি।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

























