ক্রীড়া ডেস্ক : ১৯৩৬ সালে ক্ল্যারি গ্রিমেটের পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর বোলার হন জেমস অ্যান্ডারসন। এক সপ্তাহও সেখানে টিকতে পারলেন না ইংল্যান্ডের পেসার। দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেট নিয়ে তাকে সরালেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর বোলার এখন তিনি।
গত ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে সরিয়ে এক নম্বর বোলার হন অ্যান্ডারসন। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সাত উইকেট নিয়ে এগিয়ে যান তিনি। ৪০ বছর বয়সে সবচেয়ে বয়স্ক শীর্ষ র্যাংকিং বোলারের মর্যাদা পান। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিন উইকেট নিয়ে জায়গা হারান ফর্মে থাকা অশ্বিনের কাছে। ভারতের যশপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি এক ধাপ করে এগিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে। যদিও তারা দুজনে গত বছরের জুলাই থেকে কোনো টেস্ট খেলেননি। ইংল্যান্ডের ওলি রবিনসন দুই ধাপ অবনতি হয়ে ছয়ে নামায় তাদের উন্নতি হয়েছে। ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দিল্লি টেস্টে ম্যাচসেরা পারফরম্যান্স করে আটে উঠেছেন। অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন তিনি, অশ্বিন দ্বিতীয়। ইংল্যান্ডের জো রুট অলরাউন্ডারের র্যাংকিংয়ে আটে উঠেছেন এবং ব্যাটসম্যান হিসেবে তিনে আছেন ওয়েলিংটনে অপরাজিত ১৫৩ ও ৯৫ রান করায়। ব্যাটসম্যান র্যাংকিংয়ে সেরা দুইয়ে মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। মাত্র ছয় টেস্ট খেলে হ্যারি ব্রুক ব্যাটসম্যান র্যাংকিংয়ে ১৬ নম্বরে। ১০ ইনিংসে ৯৮.৭৭ স্ট্রাইক রেটে ৮০৯ রান করে তিনি বসেছেন বিরাট কোহলির পাশে।
এক সপ্তাহ পরই অশ্বিনের কাছে শীর্ষস্থান হারালেন অ্যান্ডারসন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ