নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় আরও একজন মারা গেছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে গতকাল রোববার (২১ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এর আগে, ১৪ জানুয়ারি একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ৫৭৪টি। বিপরীতে করোনা শনাক্ত হয় ১৩ জনের। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৯২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮০ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এক সপ্তাহের ব্যবধানে করোনায় ফের মৃত্যু
জনপ্রিয় সংবাদ