ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

এক সপ্তাহের জন্য গ্যাস বিভ্রাটে পড়ছে ঢাকা-নারায়ণগঞ্জের একাংশ

  • আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বড় একটি এলাকায় টানা এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বিঘœ বা বন্ধ থাকতে পারে। বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শনিবার এক জরুরি নোটিসে এই সতর্কবার্তা দিয়েছে।
আজ রোববার থেকে ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এই পরিস্থিতি বিরাজ করবে। গ্যাসের স্বল্প চাপজনিত কারণে গত দুই মাস ধরে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের মিল-কারখানাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে নতুন করে গ্যাস সরবরাহ এক সপ্তাহের জন্য বন্ধ রাখার ঘোষণা শিল্প মালিকদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

তিতাসের বার্তায় বলা হয়, “জিটিসিএল কর্তৃক আগামী ০৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কি.মি. দীর্ঘ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। “এর ফলে এই সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভূক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘœ ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।”
যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা তিতাসের একজন প্রকৌশলী বলেন, “দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার কারণে জিটিসিএলের জিটিসিএলের সঞ্চালন লাইনের ভেতরে অনেক স্থানে মরিচা ধরে গেছে। এর ফলে গ্যাসের চাপ কিছুটা হলেও কমে গেছে। পাইপের ভেতর থেকে মরিচা পরিষ্কার করার পরে গ্যাসের চাপ বাড়বে।”
এদিকে এক সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে এসব এলাকার ভোক্তারা। দীর্ঘদিন ধরে গ্যাসের সরবরাহ কম থাকায় অনেকেই ইতোমধ্যে বিকল্প উপায়ে কারখানা সচল রাখা শুরু করেছেন।
যোগাযোগ করা হলে ফতুল্লা অ্যাপারেল নামে একটি কারখানার ব্যবস্থাপক ফজলে শামীম এহসান বলেন, “এমনিতেই গত দুমাস ধরে এসব এলাকায় গ্যাসের কোনো সরবরাহ নেই। স্বল্প চাপজনিত কারণে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাও কারখানা সচল রাখা যাচ্ছে না।” “গ্যাস সরবরাহ বন্ধ রেখে সঞ্চালন লাইন পরিষ্কার করার পর পরিস্থিতির উন্নতি হবে এ ধরনের কোনো আশ্বাস আমরা পাইনি,” বলেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক সপ্তাহের জন্য গ্যাস বিভ্রাটে পড়ছে ঢাকা-নারায়ণগঞ্জের একাংশ

আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : সঞ্চালন লাইন মেরামত কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বড় একটি এলাকায় টানা এক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ বিঘœ বা বন্ধ থাকতে পারে। বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি শনিবার এক জরুরি নোটিসে এই সতর্কবার্তা দিয়েছে।
আজ রোববার থেকে ১২ নভেম্বর পর্যন্ত সঞ্চালন কোম্পানি জিটিসিএলের ৩০ ইঞ্চি পাইপের মেরামত কাজের জন্য এই পরিস্থিতি বিরাজ করবে। গ্যাসের স্বল্প চাপজনিত কারণে গত দুই মাস ধরে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের মিল-কারখানাগুলো ধুঁকছে। এই পরিস্থিতিতে নতুন করে গ্যাস সরবরাহ এক সপ্তাহের জন্য বন্ধ রাখার ঘোষণা শিল্প মালিকদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

তিতাসের বার্তায় বলা হয়, “জিটিসিএল কর্তৃক আগামী ০৬ নভেম্বর রোববার থেকে ১২ নভেম্বর শনিবার পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কি.মি. দীর্ঘ উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টেলিজেন্ট পিগিং করা হবে। “এর ফলে এই সময়ের মধ্যে তিতাস গ্যাসের অধিভূক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘœ ঘটবে। কোথাও কোথাও স্বল্প চাপ বিরাজ করতে পারে।”
যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা তিতাসের একজন প্রকৌশলী বলেন, “দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার কারণে জিটিসিএলের জিটিসিএলের সঞ্চালন লাইনের ভেতরে অনেক স্থানে মরিচা ধরে গেছে। এর ফলে গ্যাসের চাপ কিছুটা হলেও কমে গেছে। পাইপের ভেতর থেকে মরিচা পরিষ্কার করার পরে গ্যাসের চাপ বাড়বে।”
এদিকে এক সপ্তাহ গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছে এসব এলাকার ভোক্তারা। দীর্ঘদিন ধরে গ্যাসের সরবরাহ কম থাকায় অনেকেই ইতোমধ্যে বিকল্প উপায়ে কারখানা সচল রাখা শুরু করেছেন।
যোগাযোগ করা হলে ফতুল্লা অ্যাপারেল নামে একটি কারখানার ব্যবস্থাপক ফজলে শামীম এহসান বলেন, “এমনিতেই গত দুমাস ধরে এসব এলাকায় গ্যাসের কোনো সরবরাহ নেই। স্বল্প চাপজনিত কারণে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাও কারখানা সচল রাখা যাচ্ছে না।” “গ্যাস সরবরাহ বন্ধ রেখে সঞ্চালন লাইন পরিষ্কার করার পর পরিস্থিতির উন্নতি হবে এ ধরনের কোনো আশ্বাস আমরা পাইনি,” বলেন তিনি।