বিনোদন ডেস্ক : আগামী ১৫ অক্টোবর থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘তোমাকে চাই’-এর ৩০ বছর উদ্যাপন অনুষ্ঠান। সেখানে তিন দিনই গান গেয়ে শোনাবেন ওপার বাংলার বিখ্যাত গায়ক, সুরকার ও গীতিকার কবীর সুমন। আয়োজক কর্তৃপক্ষ সূত্রে খবর, বিক্রির ঘোষণা দেওয়ার ৭২ ঘণ্টা পেরোতেই তিন দিনের সব টিকিটই শেষ। ‘তোমাকে চাই’-এর ৩০ বছর উদ্যাপন অনুষ্ঠানের আয়োজক পিপহোল। এই অনুষ্ঠানে আগামী ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান গাইবেন কবীর সুমন। ১৮ অক্টোবর খেয়াল এবং ২১ অক্টোবর ফের আধুনিক বাংলা গান পরিবেশন করবেন বিখ্যাত এই ভারতীয় শিল্পী। তিন দিনের টিকিটই শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি বিবেচনায় এখন স্ট্যান্ডিং টিকিটের কথা ভাবছেন আয়োজকরা।
এদিকে, অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না হলেও অনলাইনে দেশ ও দেশের বাইরে থেকে কবীর সুমনের গানের অনুষ্ঠান উপভোগ করার সুযোগ আছে। তবে সেটার জন্যও আলাদা টিকিট সংগ্রহ করতে হবে। ভারতীয় বাঙালি গায়ক কবীর সুমন শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালে। এরপর অভিমানে আর আসেননি। শোনা যায়, ২০০৯ সালের অক্টোবরে তিনি যখন এসেছিলেন, সে সময় তার গানের প্রোগ্রাম ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। কিন্তু সেখানে গান গাইতে গেলে তাকে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে অনুষ্ঠান না করেই কবীর সুমন ফিরে যান কলকাতায়। সেই অভিমান চেপে রেখেই এক যুগের বেশি সময় কবীর সুমন ঢাকায় আসেননি বলে গুঞ্জন। ওই ঘটনার পর এক সাক্ষাৎকারে গায়ক নাকি বলেছিলেন, তিনি আর কোনো দিন বাংলাদেশে আসবেন না। যদিও কবীর সুমন সম্প্রতি জানান, কোনো অভিমানের কারণে নয়, গত এক যুগে নাকি তাকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণই জানানো হয়নি। অবশেষে তিনি আসছেন।
এক যুগ পর ঢাকায় গাইবেন কবীর সুমন, তিন দিনের টিকিটই শেষ
ট্যাগস :
এক যুগ পর ঢাকায় গাইবেন কবীর সুমন
জনপ্রিয় সংবাদ