ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

  • আপডেট সময় : ১১:৫৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক ভারতের কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। সফরকারীদের ভাগ্য বদলায়নি দ্বিতীয় ম্যাচেও। শনিবার রাতে ধর্মশালায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পেয়েছে ভারত। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মারা। লঙ্কানদের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানে দুই উইকেট হারিয়েছিল ভারত। সাজঘরে ফিরে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (১) ও ঈশান কিষান (১৬)। এরপরই ব্যাট হাতে ঝড় তুলেন শ্রেয়াস আইয়ার ও সানজু স্যামসন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৮৪ রানের জুটি। ২৫ বলে ৩৯ রানে স্যামসন আউট হলে ভাঙে এই জুটি। স্যামসনের বিদায়ের পর মাঠে নামেন রবিন্দ্র জাদেজা। অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে আইয়ার-জাদেজা ভারতকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৪৪ বলে ৪টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে আইয়ার অপরাজিত থাকেন ৭৪ রানে। ১৮ বলে ৪৫ রানে বিধ্বংসী ইনিংস খেললেন জাদেজা। ১৭ বল হাতে রেখেই জয় পায় ভারত। এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে লঙ্কানরা। ওপেনার পাথুম নিসাঙ্কা ৫৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। অপর ওপেনার গুনাথিলাকার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৮ রান। অধিনায়ক দাসুন শানাকা ১৯ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্শাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও জাদেজা একটি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরা হয়েছেন আইয়ার। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি একই মাঠে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

আপডেট সময় : ১১:৫৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক ভারতের কাছে হেরে গিয়েছিল শ্রীলঙ্কা। সফরকারীদের ভাগ্য বদলায়নি দ্বিতীয় ম্যাচেও। শনিবার রাতে ধর্মশালায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পেয়েছে ভারত। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মারা। লঙ্কানদের দেওয়া ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানে দুই উইকেট হারিয়েছিল ভারত। সাজঘরে ফিরে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (১) ও ঈশান কিষান (১৬)। এরপরই ব্যাট হাতে ঝড় তুলেন শ্রেয়াস আইয়ার ও সানজু স্যামসন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৮৪ রানের জুটি। ২৫ বলে ৩৯ রানে স্যামসন আউট হলে ভাঙে এই জুটি। স্যামসনের বিদায়ের পর মাঠে নামেন রবিন্দ্র জাদেজা। অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে আইয়ার-জাদেজা ভারতকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৪৪ বলে ৪টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে আইয়ার অপরাজিত থাকেন ৭৪ রানে। ১৮ বলে ৪৫ রানে বিধ্বংসী ইনিংস খেললেন জাদেজা। ১৭ বল হাতে রেখেই জয় পায় ভারত। এর আগে, টসে হেরে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে লঙ্কানরা। ওপেনার পাথুম নিসাঙ্কা ৫৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। অপর ওপেনার গুনাথিলাকার ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৮ রান। অধিনায়ক দাসুন শানাকা ১৯ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্শাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও জাদেজা একটি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরা হয়েছেন আইয়ার। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি একই মাঠে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।