ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

এক মাসের মধ্যে খাদ্যসংকটে পড়তে পারে আফগানিস্তান: জাতিসংঘ

  • আপডেট সময় : ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আগামী এক মাসের মধ্যে আফগানিস্তান খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। দেশটিতে প্রতি তিনজনে একজনকে ক্ষুধার্ত থাকতে হতে পারে। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ স্থানীয় সময় গতকাল বুধবার বলেন, আফগানিস্তানে মানবিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে।
রমিজ অলকবারভ আরও বলেন, আফগানিস্তানে অর্ধেকের বেশি শিশু খাদ্যসংকটে রয়েছে। পরের বেলার খাবার সংগ্রহের জন্য তাদের কষ্ট করতে হচ্ছে। আল–জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে খাবারের দাম ৫০ শতাংশ বেড়েছে। আর পেট্রলের দাম বেড়েছে ৭৫ শতাংশ। জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ বলেন, বেশির ভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে। সরকারি সেবাগুলো অকার্যকর রয়েছে। সরকারি চাকরিজীবীরা বেতন পাচ্ছেন না।
তালেবানরা আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। তাদের সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনো প্রশ্নের সম্মুখীন। এদিকে কান্দাহারে তালেবানের একটি দল কুচকাওয়াজ করেছে। ওই কুচকাওয়াজে তালেবানের সঙ্গে অস্ত্র ছিল।
এএফপির খবরে জানা যায়, সম্প্রতি কয়েক দিনে কান্দাহারের আকাশে একটি উড়োজাহাজ উড়তে দেখা গেছে। তালেবানের মধ্যে পাইলট না থাকায় সাবেক আফগান সেনাবাহিনীর কোনো কর্মকর্তা ওই উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে।
একই সময়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট কাবুলে অবতরণ করেছে। ওই ফ্লাইটে থাকা দলটি বিমানবন্দর সচল রাখতে সহায়তা করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক মাসের মধ্যে খাদ্যসংকটে পড়তে পারে আফগানিস্তান: জাতিসংঘ

আপডেট সময় : ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আগামী এক মাসের মধ্যে আফগানিস্তান খাদ্যসংকটে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। দেশটিতে প্রতি তিনজনে একজনকে ক্ষুধার্ত থাকতে হতে পারে। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ স্থানীয় সময় গতকাল বুধবার বলেন, আফগানিস্তানে মানবিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে।
রমিজ অলকবারভ আরও বলেন, আফগানিস্তানে অর্ধেকের বেশি শিশু খাদ্যসংকটে রয়েছে। পরের বেলার খাবার সংগ্রহের জন্য তাদের কষ্ট করতে হচ্ছে। আল–জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে খাবারের দাম ৫০ শতাংশ বেড়েছে। আর পেট্রলের দাম বেড়েছে ৭৫ শতাংশ। জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক সমন্বয়কারী রমিজ অলকবারভ বলেন, বেশির ভাগ আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে গেছে। সরকারি সেবাগুলো অকার্যকর রয়েছে। সরকারি চাকরিজীবীরা বেতন পাচ্ছেন না।
তালেবানরা আফগানিস্তানে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। তাদের সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনো প্রশ্নের সম্মুখীন। এদিকে কান্দাহারে তালেবানের একটি দল কুচকাওয়াজ করেছে। ওই কুচকাওয়াজে তালেবানের সঙ্গে অস্ত্র ছিল।
এএফপির খবরে জানা যায়, সম্প্রতি কয়েক দিনে কান্দাহারের আকাশে একটি উড়োজাহাজ উড়তে দেখা গেছে। তালেবানের মধ্যে পাইলট না থাকায় সাবেক আফগান সেনাবাহিনীর কোনো কর্মকর্তা ওই উড়োজাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে।
একই সময়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট কাবুলে অবতরণ করেছে। ওই ফ্লাইটে থাকা দলটি বিমানবন্দর সচল রাখতে সহায়তা করবে।