ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

এক মাসেরও বেশি সময় পর প্রকাশ্যে কিম

  • আপডেট সময় : ১১:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : এক মাসেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটিতে নতুন নির্মিত একটি শহর পরিদর্শনের সময় প্রকাশ্যে হাজির হন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি জানিয়েছে, নতুন এই শহরটি চীন সীমান্তের কাছে গড়ে তোলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় গড়ে তোলা এই শহরটির নাম সামজিওন। নতুন করে নির্মাণ করা এই শহরটিকে উত্তর কোরিয়ার কর্মকর্তারা ‘সমাজতান্ত্রিক ইউটোপিয়া’ নামে আখ্যায়িত করেছেন। পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি সামজিওনকে বিশাল অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠা করা হচ্ছে। অত্যাধুনিক এই শহরটি নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্টসহ বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং স্বাস্থ্য ও মেডিকেল সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হচ্ছে।
এই শহরটি মাউন্ট পায়েকতু নামক একটি পর্বতের কাছে অবিস্থত। কিম পরিবার এই পাহাড়কে পবিত্র বলে মনে করে থাকে। এছাড়া এই পাহাড়ই কিম পরিবারের শেকড় বলে দাবি করা হয়ে থাকে। ২০১৮ সাল থেকে কিম জং উন এখানে বেশ কয়েকবার পরিদর্শন করেছেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই শহরটিকে ‘আধুনিক সভ্যতার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছে।
নতুন এই শহরটিতে কিম জং উনের পরিদর্শনের খবর মঙ্গলবার প্রকাশ করা হলেও তিনি সেখানে কবে পরিদর্শন করেছেন, তার সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি কেসিএনএ। তবে এক মাসের বেশি সময় পর এই প্রথম কিম জং উনকে প্রকাশ্যে কোনো কর্মকা-ে অংশ নিতে দেখা গেল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

এক মাসেরও বেশি সময় পর প্রকাশ্যে কিম

আপডেট সময় : ১১:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : এক মাসেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটিতে নতুন নির্মিত একটি শহর পরিদর্শনের সময় প্রকাশ্যে হাজির হন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি জানিয়েছে, নতুন এই শহরটি চীন সীমান্তের কাছে গড়ে তোলা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় গড়ে তোলা এই শহরটির নাম সামজিওন। নতুন করে নির্মাণ করা এই শহরটিকে উত্তর কোরিয়ার কর্মকর্তারা ‘সমাজতান্ত্রিক ইউটোপিয়া’ নামে আখ্যায়িত করেছেন। পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি সামজিওনকে বিশাল অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠা করা হচ্ছে। অত্যাধুনিক এই শহরটি নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্টসহ বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং স্বাস্থ্য ও মেডিকেল সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হচ্ছে।
এই শহরটি মাউন্ট পায়েকতু নামক একটি পর্বতের কাছে অবিস্থত। কিম পরিবার এই পাহাড়কে পবিত্র বলে মনে করে থাকে। এছাড়া এই পাহাড়ই কিম পরিবারের শেকড় বলে দাবি করা হয়ে থাকে। ২০১৮ সাল থেকে কিম জং উন এখানে বেশ কয়েকবার পরিদর্শন করেছেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই শহরটিকে ‘আধুনিক সভ্যতার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছে।
নতুন এই শহরটিতে কিম জং উনের পরিদর্শনের খবর মঙ্গলবার প্রকাশ করা হলেও তিনি সেখানে কবে পরিদর্শন করেছেন, তার সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি কেসিএনএ। তবে এক মাসের বেশি সময় পর এই প্রথম কিম জং উনকে প্রকাশ্যে কোনো কর্মকা-ে অংশ নিতে দেখা গেল।