ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

এক মাসেই সব স্বপ্নপূরণ ডি মারিয়ার

  • আপডেট সময় : ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : গত ১১ জুলাই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপ আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে তাকে ঘিরে ফুটবল বিশ্বের মাতামাতি থেমে নেই। অবশ্য থামবেই বা কেন! দীর্ঘ ২১ বছর পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে দিয়েছেন যে মেসি। তার নতুন ঠিকানা এখন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। রোববার পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। মাত্র এক মাসের মধ্যে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয় এবং ক্লাব ফুটবলে দলবদল- মেসির এই দুই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি নাম। তা হলেন পিএসজির আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।
প্রথমত, ফাইনাল ম্যাচে ডি মারিয়ার করা গোলেই আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকার শিরোপা। আর এবার পিএসজিতে নাম লিখিয়ে জাতীয় দলের পাশাপাশি ক্লাবেও সতীর্থ হয়ে গেলেন ডি মারিয়া ও মেসি। এত দ্রুত এমন দারুণ দুই ঘটনাকে নিজের সব স্বপ্নপূরণ হিসেবেই উল্লেখ করেছেন ডি মারিয়া। জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি অনেক বেশি খুশি। আমি যা কিছুর স্বপ্ন দেখেছি, তা এক মাসের মধ্যেই হয়ে গেল। কোপা আমেরিকা জয় এবং মেসির সঙ্গে একই দলে খেলা- এগুলোই আমি সবসময় চেয়েছি।’ এসময় পিএসজির তরুণ তারকা কাইলিয়ান এমবাপেকে নিয়েও কথা বলেছেন ডি মারিয়া। গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি মৌসুমের পর পিএসজি ছেড়ে দেবেন এমবাপে। তবে ডি মারিয়া মনে করেন, পরের মৌসুমে এ দলেই থাকবেন ফ্রান্সের তরুণ তারকা। ডি মারিয়া বলেছেন, ‘এমবাপে? আমি মনে করি সে থাকবে। এটা স্বাভাবিক যে, এমবাপে এমন একজন খেলোয়াড় যাকে সব বড় বড় দল নিতে চায়। তবে এখন পিএসজির যে দলটা আছে, আমার মনে হয় না সে এটা ছেড়ে যাবে না। আমার মনে হয় না, এর চেয়ে ভালো দল আর পাবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এক মাসেই সব স্বপ্নপূরণ ডি মারিয়ার

আপডেট সময় : ০৯:৩৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : গত ১১ জুলাই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপ আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে তাকে ঘিরে ফুটবল বিশ্বের মাতামাতি থেমে নেই। অবশ্য থামবেই বা কেন! দীর্ঘ ২১ বছর পর স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে দিয়েছেন যে মেসি। তার নতুন ঠিকানা এখন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। রোববার পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। মাত্র এক মাসের মধ্যে জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জয় এবং ক্লাব ফুটবলে দলবদল- মেসির এই দুই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আরও একটি নাম। তা হলেন পিএসজির আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।
প্রথমত, ফাইনাল ম্যাচে ডি মারিয়ার করা গোলেই আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকার শিরোপা। আর এবার পিএসজিতে নাম লিখিয়ে জাতীয় দলের পাশাপাশি ক্লাবেও সতীর্থ হয়ে গেলেন ডি মারিয়া ও মেসি। এত দ্রুত এমন দারুণ দুই ঘটনাকে নিজের সব স্বপ্নপূরণ হিসেবেই উল্লেখ করেছেন ডি মারিয়া। জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি অনেক বেশি খুশি। আমি যা কিছুর স্বপ্ন দেখেছি, তা এক মাসের মধ্যেই হয়ে গেল। কোপা আমেরিকা জয় এবং মেসির সঙ্গে একই দলে খেলা- এগুলোই আমি সবসময় চেয়েছি।’ এসময় পিএসজির তরুণ তারকা কাইলিয়ান এমবাপেকে নিয়েও কথা বলেছেন ডি মারিয়া। গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি মৌসুমের পর পিএসজি ছেড়ে দেবেন এমবাপে। তবে ডি মারিয়া মনে করেন, পরের মৌসুমে এ দলেই থাকবেন ফ্রান্সের তরুণ তারকা। ডি মারিয়া বলেছেন, ‘এমবাপে? আমি মনে করি সে থাকবে। এটা স্বাভাবিক যে, এমবাপে এমন একজন খেলোয়াড় যাকে সব বড় বড় দল নিতে চায়। তবে এখন পিএসজির যে দলটা আছে, আমার মনে হয় না সে এটা ছেড়ে যাবে না। আমার মনে হয় না, এর চেয়ে ভালো দল আর পাবে।’