ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

এক মঞ্চে আসছে নগর বাউল, অর্থহীন ও আর্টসেল

  • আপডেট সময় : ০১:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ঢাকায় এক মঞ্চে গাইবে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড নগর বাউল, অর্থহীন ও আর্টসেল। দীর্ঘদিন পর রক ও মেটাল ঘরানার এই তিন ব্যান্ডকে নিয়ে সিক্স বেইজ কমিউকিনেশনস আয়োজিত এ কনসার্ট হবে আগামী ১৬ সেপ্টেম্বর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’ কনসার্টের দ্বিতীয় পর্ব এটি। এর আগে প্রথম পর্ব হয় বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামের দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে সেই কনসার্ট। এবারের কনসার্ট হবে ঢাকার বসুন্ধরা আইসিবি হল-৪ এ। বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সংগীতের এ আয়োজন।
নগর বাউল, অর্থহীন ও আর্টসেলের পাশাপাশি সংগীত পরিবেশন করবে রক ও মেটাল ঘরানার ব্যান্ড পাওয়ার সার্জ, মেকানিক্স, স্যাভেজারি, অনকোর, ট্রেইনরেক ও প্লাজমিক নক। রেগুলার ও ভিআইপি ক্যাটাগরিতে টিকেট কেটে দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ আয়োজন নিয়ে নগর বাউল তারকা জেমস বলেন, “দর্শক-শ্রোতা অনেক দিন বড় কনসার্ট দেখার সুযোগ পাননি। সেই হিসেবে ‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’ অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা যায়।” অর্থহীন ব্যান্ডের সুমন বলেন, “নগর বাউল, আর্টসেলের সঙ্গে অনেক দিন পর এক মঞ্চে পারফর্ম করার বিষয়টি সত্যিই আনন্দের। যারা অনেক দিন আমাদের এক মঞ্চে দেখার আশায় আছেন, তাদের কাছে সংগীতের এ আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলে আমার ধারণা।” নগর বাউল ও অর্থহীনের মত আর্টসেল ব্যান্ডের সদস্যরাও কনসার্টটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক মঞ্চে আসছে নগর বাউল, অর্থহীন ও আর্টসেল

আপডেট সময় : ০১:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ঢাকায় এক মঞ্চে গাইবে দেশের জনপ্রিয় তিন ব্যান্ড নগর বাউল, অর্থহীন ও আর্টসেল। দীর্ঘদিন পর রক ও মেটাল ঘরানার এই তিন ব্যান্ডকে নিয়ে সিক্স বেইজ কমিউকিনেশনস আয়োজিত এ কনসার্ট হবে আগামী ১৬ সেপ্টেম্বর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’ কনসার্টের দ্বিতীয় পর্ব এটি। এর আগে প্রথম পর্ব হয় বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রামের দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলে সেই কনসার্ট। এবারের কনসার্ট হবে ঢাকার বসুন্ধরা আইসিবি হল-৪ এ। বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সংগীতের এ আয়োজন।
নগর বাউল, অর্থহীন ও আর্টসেলের পাশাপাশি সংগীত পরিবেশন করবে রক ও মেটাল ঘরানার ব্যান্ড পাওয়ার সার্জ, মেকানিক্স, স্যাভেজারি, অনকোর, ট্রেইনরেক ও প্লাজমিক নক। রেগুলার ও ভিআইপি ক্যাটাগরিতে টিকেট কেটে দর্শক কনসার্ট উপভোগ করতে পারবেন বলে আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ আয়োজন নিয়ে নগর বাউল তারকা জেমস বলেন, “দর্শক-শ্রোতা অনেক দিন বড় কনসার্ট দেখার সুযোগ পাননি। সেই হিসেবে ‘হেডব্যাঙ্গার্স প্যারাডাইস’ অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করা যায়।” অর্থহীন ব্যান্ডের সুমন বলেন, “নগর বাউল, আর্টসেলের সঙ্গে অনেক দিন পর এক মঞ্চে পারফর্ম করার বিষয়টি সত্যিই আনন্দের। যারা অনেক দিন আমাদের এক মঞ্চে দেখার আশায় আছেন, তাদের কাছে সংগীতের এ আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলে আমার ধারণা।” নগর বাউল ও অর্থহীনের মত আর্টসেল ব্যান্ডের সদস্যরাও কনসার্টটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন।