ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলে সালমানের বিশ্বরেকর্ড

  • আপডেট সময় : ০২:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: এ বছর ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান ক্রিকেট দল। এই ৫৪টি ম্যাচই খেলেছেন সালমান আগা। আর তাতেই রেকর্ড হয়ে গেছে, এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

পাকিস্তানের হয়ে ৫৪ ম্যাচের সবকটিতেই মাঠে নেমেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। সবশেষ মাঠে নেমছেন চলমান টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে। যেখানে উসমানের হ্যাটট্রিকে ম্যাচটি জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান।

সেই ম্যাচ দিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন ৫৩ ম্যাচ খেলে যৌথভাবে এতদিন শীর্ষে থাকা রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) ও মহেন্দ্র সিং ধোনিকে (২০০৭)।

৫০ বা এর বেশি আন্তর্জাতিক ম্যাচ এক বছরে খেলার রেকর্ড প্রথমবার গড়েন শচিন টেন্ডুলকার ১৯৯৭ সালে। সালমানের আগে এই দশকে ২০২৩ সালে ৫১ ম্যাচে খেলেছেন ড্যারিল মিচেল।

এসি/আপ্র/২৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলে সালমানের বিশ্বরেকর্ড

আপডেট সময় : ০২:০০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক: এ বছর ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান ক্রিকেট দল। এই ৫৪টি ম্যাচই খেলেছেন সালমান আগা। আর তাতেই রেকর্ড হয়ে গেছে, এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

পাকিস্তানের হয়ে ৫৪ ম্যাচের সবকটিতেই মাঠে নেমেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। সবশেষ মাঠে নেমছেন চলমান টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে। যেখানে উসমানের হ্যাটট্রিকে ম্যাচটি জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান।

সেই ম্যাচ দিয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন ৫৩ ম্যাচ খেলে যৌথভাবে এতদিন শীর্ষে থাকা রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) ও মহেন্দ্র সিং ধোনিকে (২০০৭)।

৫০ বা এর বেশি আন্তর্জাতিক ম্যাচ এক বছরে খেলার রেকর্ড প্রথমবার গড়েন শচিন টেন্ডুলকার ১৯৯৭ সালে। সালমানের আগে এই দশকে ২০২৩ সালে ৫১ ম্যাচে খেলেছেন ড্যারিল মিচেল।

এসি/আপ্র/২৫/১১/২০২৫