ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

এক জালে উঠে এলো তিন শিশুর মরদেহ

  • আপডেট সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুরের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান। মৃত তিন শিশু হচ্ছে- গ্রামের কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), কামরুলের আপন চাচাতো ভাই আবু সাইদের মেয়ে হুসাইন (৬) এবং কামরুল-সাইদের ভগ্নিপতি হারুনর রশিদের মেয়ে তমা (৮)।
পরিবারের বরাতে ওসি বলেন, “সোমবার সকাল থেকে তিন শিশু আবু সাইদের ঘরে বসে টিভি দেখছিল। দুপুর ১টার দিকে তারা পরিবারের কাউকে না জানিয়ে পুকুরের গোসল করতে নামে। “আবু সাইদ তিন শিশুকে ঘরে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করতে থাকেন। এক সময় তাদের সন্দেহ হয় হয়তো শিশুরা পুকুরে নেমেছে। পুকুর পাড়ে গিয়ে তাদের না পেয়ে জাল টানা হয়। জালে একে একে তিনজনের নিথর দেহ উঠে আসে।“
ওসি বলেন, এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আল আমীন মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক জালে উঠে এলো তিন শিশুর মরদেহ

আপডেট সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুরের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান। মৃত তিন শিশু হচ্ছে- গ্রামের কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৯), কামরুলের আপন চাচাতো ভাই আবু সাইদের মেয়ে হুসাইন (৬) এবং কামরুল-সাইদের ভগ্নিপতি হারুনর রশিদের মেয়ে তমা (৮)।
পরিবারের বরাতে ওসি বলেন, “সোমবার সকাল থেকে তিন শিশু আবু সাইদের ঘরে বসে টিভি দেখছিল। দুপুর ১টার দিকে তারা পরিবারের কাউকে না জানিয়ে পুকুরের গোসল করতে নামে। “আবু সাইদ তিন শিশুকে ঘরে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করতে থাকেন। এক সময় তাদের সন্দেহ হয় হয়তো শিশুরা পুকুরে নেমেছে। পুকুর পাড়ে গিয়ে তাদের না পেয়ে জাল টানা হয়। জালে একে একে তিনজনের নিথর দেহ উঠে আসে।“
ওসি বলেন, এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আল আমীন মৃত ঘোষণা করেন।