ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

এক ছবিতেই ভক্তদের সব দুশ্চিন্তা দূর করলেন নয়নতারা

  • আপডেট সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক বিঘেœশ শিবনের সঙ্গে মালা বদল করেছিলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা। বছর দুয়েক আগে ঘটা করেই হয়েছিল এ প্রেমযুগলের বিয়ে, যা সে সময় শোবিজ অঙ্গণের আলোচনার বিষয় ছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকেই দুজনের দাম্পত্য জীবনে হঠাৎই ছন্দপতন! সংসারে ফাটল দেখা দেয়। এ নিয়ে নয়নতারার একের পর এক পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই উদ্বেগের পারদটা আরও ওপরে তোলেন অভিনেত্রী নিজেই। স্বামী বিঘেœশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করেন ‘জওয়ান’ তারকা। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লিখেন, ‘উমমম! আমি হারিয়ে গেছি। ’এতে গুঞ্জন শুরু হয়, ভেঙেই গেছে নয়নতারার সংসার! তবে ২৪ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ফের ‘ফলো’ করলেন স্বামী বিঘেœশকে।
এর কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা দেন নয়নতারা। লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ নয়নতারার অনুরাগীদের আশঙ্কা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এমন হল না তো! নাকি বিচ্ছেদটা সত্যি সত্যি হয়েই গেল! এবার রহস্যকে আর বাড়তে দিলেন না নয়নতারা। পোস্ট করলেন স্বামী বিঘেœশ আর যমজ ছেলেরদর সঙ্গে নিখাদ পারিবারিক মুহূর্তের একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে, সপরিবার বিমানে কোথাও যাচ্ছেন নয়নতারা। বিমানে এক ছেলেকে কোলে নিয়ে মিষ্টি হাসিমুখে নয়নতারা। আর তার পাশেই হাসছেন স্বামী বিঘেœশ। তার কোলে তাদের আরেক ছেলে। ছবির সঙ্গে ক্যাপশনে জওয়ান অভিনেত্রী লিখেছেন- বহু সময় পর আমার ছেলেদের সঙ্গে ভ্রমণ। নয়নতারা এবং বিঘেœশের হাসিমুখের ছবি দেখে ভক্তদের দুশ্চিন্তা দূর হয়েছে নিশ্চিত।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নয়নতারা আর বিঘেœশের সম্পর্ক অটুট রয়েছে। বিচ্ছেদ তো নয়ই বরং তাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। তারা যমজ ছেলে উয়ির এবং উলাগামের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন নয়নতারা এবং বিঘেœশ শিবন। চেন্নাইয়ের বাইরে মহাবলীপুরমে বসেছিল ওই তারকা জুটির বিয়ের আসর। সুপারস্টার রজনীকান্ত, অজিত কুমার, বিজয় সেতুপতি সামিল হয়েছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। বিঘেœশ-নয়নতারার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখান নয়নতারা-বিঘেœশ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ছবিতেই ভক্তদের সব দুশ্চিন্তা দূর করলেন নয়নতারা

আপডেট সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক বিঘেœশ শিবনের সঙ্গে মালা বদল করেছিলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা। বছর দুয়েক আগে ঘটা করেই হয়েছিল এ প্রেমযুগলের বিয়ে, যা সে সময় শোবিজ অঙ্গণের আলোচনার বিষয় ছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকেই দুজনের দাম্পত্য জীবনে হঠাৎই ছন্দপতন! সংসারে ফাটল দেখা দেয়। এ নিয়ে নয়নতারার একের পর এক পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সেই উদ্বেগের পারদটা আরও ওপরে তোলেন অভিনেত্রী নিজেই। স্বামী বিঘেœশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করেন ‘জওয়ান’ তারকা। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লিখেন, ‘উমমম! আমি হারিয়ে গেছি। ’এতে গুঞ্জন শুরু হয়, ভেঙেই গেছে নয়নতারার সংসার! তবে ২৪ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ফের ‘ফলো’ করলেন স্বামী বিঘেœশকে।
এর কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় বার্তা দেন নয়নতারা। লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ নয়নতারার অনুরাগীদের আশঙ্কা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এমন হল না তো! নাকি বিচ্ছেদটা সত্যি সত্যি হয়েই গেল! এবার রহস্যকে আর বাড়তে দিলেন না নয়নতারা। পোস্ট করলেন স্বামী বিঘেœশ আর যমজ ছেলেরদর সঙ্গে নিখাদ পারিবারিক মুহূর্তের একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে, সপরিবার বিমানে কোথাও যাচ্ছেন নয়নতারা। বিমানে এক ছেলেকে কোলে নিয়ে মিষ্টি হাসিমুখে নয়নতারা। আর তার পাশেই হাসছেন স্বামী বিঘেœশ। তার কোলে তাদের আরেক ছেলে। ছবির সঙ্গে ক্যাপশনে জওয়ান অভিনেত্রী লিখেছেন- বহু সময় পর আমার ছেলেদের সঙ্গে ভ্রমণ। নয়নতারা এবং বিঘেœশের হাসিমুখের ছবি দেখে ভক্তদের দুশ্চিন্তা দূর হয়েছে নিশ্চিত।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নয়নতারা আর বিঘেœশের সম্পর্ক অটুট রয়েছে। বিচ্ছেদ তো নয়ই বরং তাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। তারা যমজ ছেলে উয়ির এবং উলাগামের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন নয়নতারা এবং বিঘেœশ শিবন। চেন্নাইয়ের বাইরে মহাবলীপুরমে বসেছিল ওই তারকা জুটির বিয়ের আসর। সুপারস্টার রজনীকান্ত, অজিত কুমার, বিজয় সেতুপতি সামিল হয়েছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। বিঘেœশ-নয়নতারার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখান নয়নতারা-বিঘেœশ।