ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

এক ক্লিকেই মামলার আদ্যোপান্ত জানাবে ‘সলট্র্যাক’

  • আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কোনো মামলা কোন পর্যায়ে আছে সেই তথ্য এখন থেকে এক ক্লিকেই জানাবে নথি ট্র্যাকিং সিস্টেম ‘সলট্র্যাক’।
গতকাল রোববার ঢাকার বিচার প্রশাসন ইনস্টিটিউটে এই অনলাইন নথি ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এতে করে মামলা দ্রুত অনুসন্ধান করে নিষ্পত্তিতে সহজ হবে।“
সরকারি মামলা জানার একটি সহজ মাধ্যম হল িি.িংড়ষঃৎধপশ.মড়া.নফ। বিচারকাজকে সহজে এগিয়ে নিতে ঘরে বসে বা যে কোন জায়গা থেকে অনলাইনে িি.িংড়ষঃৎধপশ.মড়া.নফ-এ লগ ইন করে মামলার তথ্য জানা যাবে।
এই ট্র্যাকিং সিস্টেমের সুবিধা পেতে হলে প্রথম ধাপ নিবন্ধন করা। নিবন্ধনের জন্য ক্লিক করতে হবে যঃঃঢ়ং://ংড়ষঃৎধপশ.মড়া.নফ/ৎবমরংঃৎধঃরড়হ/ লিংকে। এরপর একটি নিবন্ধন ফরম আসবে। সেই ফরমে কী কী তথ্য দিয়ে কীভাবে নিবন্ধন করতে হবে সেটি নিচে বিস্তারিত দেওয়া আছে।
নিবন্ধন শেষ হলে নিবন্ধনকারীকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। প্রতিটি সরকারি দপ্তরের জন্য একবার নিবন্ধন করলেই চলবে। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, বিভাগীয় কমিশনার এবং সারাদেশের সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের পক্ষে সলিসিটর অনুবিভাগ সুপ্রিম কোর্টে (হাইকোর্ট ও আপিল বিভাগ) মামলা পরিচালনা করে থাকে। কিন্তু প্রত্যাশী সংস্থাগুলো বেশিরভাগ সময়েই মামলার হালনাগাদ তথ্য সম্পর্কে জানতে পারে না। এখন থেকে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩ টি অধিদপ্তর, ৮ টি বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়ের মত প্রত্যাশী সংস্থাগুলো এই ট্র্যাকিং সিস্টেমে গিয়ে তাদের মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ক্লিকেই মামলার আদ্যোপান্ত জানাবে ‘সলট্র্যাক’

আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক: সরকারি কোনো মামলা কোন পর্যায়ে আছে সেই তথ্য এখন থেকে এক ক্লিকেই জানাবে নথি ট্র্যাকিং সিস্টেম ‘সলট্র্যাক’।
গতকাল রোববার ঢাকার বিচার প্রশাসন ইনস্টিটিউটে এই অনলাইন নথি ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এতে করে মামলা দ্রুত অনুসন্ধান করে নিষ্পত্তিতে সহজ হবে।“
সরকারি মামলা জানার একটি সহজ মাধ্যম হল িি.িংড়ষঃৎধপশ.মড়া.নফ। বিচারকাজকে সহজে এগিয়ে নিতে ঘরে বসে বা যে কোন জায়গা থেকে অনলাইনে িি.িংড়ষঃৎধপশ.মড়া.নফ-এ লগ ইন করে মামলার তথ্য জানা যাবে।
এই ট্র্যাকিং সিস্টেমের সুবিধা পেতে হলে প্রথম ধাপ নিবন্ধন করা। নিবন্ধনের জন্য ক্লিক করতে হবে যঃঃঢ়ং://ংড়ষঃৎধপশ.মড়া.নফ/ৎবমরংঃৎধঃরড়হ/ লিংকে। এরপর একটি নিবন্ধন ফরম আসবে। সেই ফরমে কী কী তথ্য দিয়ে কীভাবে নিবন্ধন করতে হবে সেটি নিচে বিস্তারিত দেওয়া আছে।
নিবন্ধন শেষ হলে নিবন্ধনকারীকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। প্রতিটি সরকারি দপ্তরের জন্য একবার নিবন্ধন করলেই চলবে। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, বিভাগীয় কমিশনার এবং সারাদেশের সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের পক্ষে সলিসিটর অনুবিভাগ সুপ্রিম কোর্টে (হাইকোর্ট ও আপিল বিভাগ) মামলা পরিচালনা করে থাকে। কিন্তু প্রত্যাশী সংস্থাগুলো বেশিরভাগ সময়েই মামলার হালনাগাদ তথ্য সম্পর্কে জানতে পারে না। এখন থেকে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩ টি অধিদপ্তর, ৮ টি বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়ের মত প্রত্যাশী সংস্থাগুলো এই ট্র্যাকিং সিস্টেমে গিয়ে তাদের মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবে।