বিনোদন ডেস্ক : ধীরে ধীরে ব্যাপ্তি বেড়েই চলেছে ওটিটি প্ল্যাটফর্মের। কখনো ক্যামেরার কারিকুরিতে, কখনো আবার বাজেটে নয়া রেকর্ড গড়ে চলেছে ওটিটি দুনিয়া। একের পর এক দামি ওয়েব সিরিজ ও ছবি মুক্তি পাচ্ছে বিভিন্ন ওটিটিতে। সে রকমই একটি ওয়েব সিরিজ রিলিজ করেছে আমাজন প্রাইম। ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’। ইতোমধ্যে সিরিজের প্রথম দুটি পর্ব রিলিজ হয়েছে।
‘দ্য লর্ড অব দ্য রিংস’ সিরিজের ছবিগুলো দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে। সে কারণে এই ওয়েব সিরিজ ঘিরে সারা বিশ্বে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথমদিনই সিরিজটি ঝড় তুলেছে নেটপাড়ায়। সিরিজটি ভারতে প্রচার করেছেন হৃত্বিক রোশন, জাহ্নবী কাপুর ও সারা আলি খান। তবে সবচেয়ে বেশি অবাক করেছে এটির বাজেট। অঙ্কটা শুনলে হোঁচট খাবেন যে কেউ। লেটসওটিটি গ্লোবালের তরফ থেকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিজের বাজেট। টুইটে তারা লিখেছে, ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’-এর বাজেট ৩৭০০ কোটি টাকা! যদিও দুটি পর্ব রিলিজের পরেও এই ওয়েব সিরিজটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আমাজন প্রাইমের তরফ থেকে ঘোষণা করা হয় যে, ভিউয়ের নিরিখে ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’ এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ। প্রথম দিনেই সারা বিশ্ব জুড়ে প্রায় ২.৫ কোটি দর্শক দেখেছে এটি। সেই দর্শক সংখ্যার কথা মাথায় রেখেই এই ওয়েব সিরিজ নাম লিখিয়েছে ইতিহাসে। এর আগে কোনো ওয়েব সিরিজের প্রিমিয়ার এত সংখ্যক দর্শক একসঙ্গে দেখেননি। সারা পৃথিবী জুড়ে ২৪০ টি দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে সিরিজটি।
এক ওয়েব সিরিজের বাজেট ৩৭০০ কোটি টাকা!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ