রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জগদীশ হালদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। ঢাকার এক ক্রেতা মাছটি ৬ হাজার ৩০০ টাকা দিয়ে কিনে নিয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার (৭ জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়া দেবগ্রাম এলাকায় জেলের জালে ইলিশ মাছটি ধরা পরে।
জানা গেছে, জেলে জগদীশ হালদার মাছটি বিক্রির জন্য বেলা ১১টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য আড়তে নিয়ে এলে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ৯৪০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ। মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামে মাছটি ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫ হাজার ৯৪০ টাকা দিয়ে কিনে নেই। পরে মাছটি আমি প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৩০০ টাকায় ঢাকায় একজন ক্রেতার কাছে বিক্রি করেছি। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙাস, ইলিশ, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।
এক ইলিশ ৬ হাজার
ট্যাগস :
এক ইলিশ ৬ হাজার
জনপ্রিয় সংবাদ