ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

  • আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

আড়ৎ থেকে মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ বেপারী- ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। ইলিশটি পরে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর)  দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল বেপারীর আড়ৎ থেকে মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ বেপারী।

এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০ জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়।

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। মফিজ মাঝি আমাদের মাছঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল বেপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসেন। এরমধ্যে একটি বড় ইলিশের দাম ১০ হাজার টাকা ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ বেপারী। ইলিশের এমন দাম আমরা দেখিনি এর আগে। এ প্রথম দেখলাম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে।

অজি উল্যাহ বেপারী জানান, তিনি ওই ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি ঢাকার মোকামে পাঠাবেন তিনি।

তিনি আরও বলেন, আশা করছি মাছটি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে।

ওআ/আপ্র/০৩/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। ইলিশটি পরে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর)  দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল বেপারীর আড়ৎ থেকে মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ বেপারী।

এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০ জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়।

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। মফিজ মাঝি আমাদের মাছঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল বেপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসেন। এরমধ্যে একটি বড় ইলিশের দাম ১০ হাজার টাকা ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ বেপারী। ইলিশের এমন দাম আমরা দেখিনি এর আগে। এ প্রথম দেখলাম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে।

অজি উল্যাহ বেপারী জানান, তিনি ওই ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি ঢাকার মোকামে পাঠাবেন তিনি।

তিনি আরও বলেন, আশা করছি মাছটি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে।

ওআ/আপ্র/০৩/১০/২০২৫