নিজস্ব প্রতিবেদক : এক্সিম ব্যাংকের ঢাকা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম এবং ঢাকা অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। প্রধান অতিথির বক্তব্যে মো. আখতার হোসেন সব শাখা ব্যবস্থাপকদের সততা, নিষ্ঠা ও সর্বোত্তম গ্রাহকসেবা দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কীভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা দেন।