ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, নিহত ৮

  • আপডেট সময় : ০১:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কার পর আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের একটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোছাম্মৎ বিউটি বেগম (৩২), তার ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত (১১), শাশুড়ি তাসলিমা বেগম (৫০), ছোট বোন বোয়ালমারীর উপজেলার ফেলাননগর গ্রামের নাসরিন বেগম (৩৮), বড় বোনের ছেলে মো. আরিফ হোসেন (১৩), ছোট ছেলে মো. হাসিব হোসেন (৮), মেয়ে মোছা. রাফসানা খাতুন (২২) এবং গাড়ির চালক সদর উপজেলার মৃণাল মালো।
ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, “দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে সেটিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুজন। এবং ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়।”
হাইওয়ে পুলিশ সুপার মাহবুব আলমও একই কথা বলেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, “এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল।
তদন্ত কমিটি গঠন: দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কায় মাইক্রোবাসে আগুন, নিহত ৮

আপডেট সময় : ০১:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কার পর আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের একটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোছাম্মৎ বিউটি বেগম (৩২), তার ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত (১১), শাশুড়ি তাসলিমা বেগম (৫০), ছোট বোন বোয়ালমারীর উপজেলার ফেলাননগর গ্রামের নাসরিন বেগম (৩৮), বড় বোনের ছেলে মো. আরিফ হোসেন (১৩), ছোট ছেলে মো. হাসিব হোসেন (৮), মেয়ে মোছা. রাফসানা খাতুন (২২) এবং গাড়ির চালক সদর উপজেলার মৃণাল মালো।
ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, “দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে সেটিতে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুজন। এবং ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়।”
হাইওয়ে পুলিশ সুপার মাহবুব আলমও একই কথা বলেন। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, “এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল।
তদন্ত কমিটি গঠন: দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান।