নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আলোকচিত্রী মো. আরিফুজ্জামান এক্সপোজার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের ট্রাভেল বিভাগে ২০২১ সালের সেরা পুরস্কার জিতেছেন।
ঐতিহ্যবাহী একটি নৌকা মেরামতের ছবি ‘দ্য স্টোরি অব প্রিজারভিং হেরিটেজ’ তুলে আন্তর্জাতিক এ পুরস্কার অর্জন করেন তিনি।
ছবিটি তোলা হয়েছিল পাবনায় পদ্মা নদীর তীরে। সেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি ‘মালার’ নৌকা মেরামতে ৯০ জন শ্রমিক কাজ করছিলেন।
আলোকচিত্রী আরিফ তাদের মেরামত কাজের ‘আপ্রাণ চেষ্টা ও শ্রমের’ এ ছবির শিরোনাম দেন ‘দ্য স্টোরি অব প্রিজারভিং হেরিটেজ’।
সারজাহ এক্সপোজার সেন্টারে সম্প্রতি এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কারটি তুলে দেন শারজাহ এর উপশাসক ও শারজাহ মিডিয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ সুলতান বিন আহমেদ আল কাসিমি।
পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে আরিফ বলেন, ‘আলোকচিত্র নিয়ে সারজাহ সরকারের এতো বড় আয়োজন দেখে আমি খুবই বিস্মিত। এ অনুষ্ঠানে অংশ নিয়ে স্টিভ ম্যাককারি, জেমস নাকটওয়ে, ক্রিস কো, ক্রিস রেইনসহ আরও অনেক বিশ্বখ্যাত আলোকচিত্রীদের সান্নিধ্য পেয়েছি, যা আমার সব সময়ের স্বপ্ন ছিল।“
সারজাহ এক্সপোজার সেন্টারে আরিফের হাতে পুরস্কার তুলে দেন শারজাহ এর উপশাসক ও শারজাহ মিডিয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ সুলতান বিন আহমেদ আল কাসিমি।সারজাহ এক্সপোজার সেন্টারে আরিফের হাতে পুরস্কার তুলে দেন শারজাহ এর উপশাসক ও শারজাহ মিডিয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ সুলতান বিন আহমেদ আল কাসিমি।একজন বাংলাদেশী হিসেবে এত বড় পুরস্কারপ্রাপ্তিতে তিনি তার আলোকচিত্রের গুরু জিএমবি আকাশকে শ্রদ্ধা জানান।
“শারজাহর উপশাসকের কাছ থেকে যখন পুরস্কারটি পেলাম, তখন আমি মঞ্চে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম! মিলনায়তন ভর্তি দর্শক আমার দিকেই তাকিয়ে ছিল,” যোগ করেন তিনি।
বেরসকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এ কাজ করেন আলোকচিত্রী আরিফুজ্জামান।
আলোকচিত্রী মো. আরিফুজ্জামান।আলোকচিত্রী মো. আরিফুজ্জামান।বাংলাদেশে হারিয়ে যেতে বসা নৌকার সাংস্কৃতিক ঐতিহ্য ও উপাদান সংরক্ষণের সঙ্গেও যুক্ত থাকতে পেরে এবং এ পুরস্কার পাওয়ায় ফেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খানকেও ধন্যবাদ জানান তিনি।
২০১৬ সালে সাল থেকে প্রতিবছর এক্সপোজার ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে শারজাহ গভর্নমেন্ট মিডিয়া ব্যুরো। ট্রাভেল, ড্রোন, ল্যান্ডস্কেপ, পোট্রেইচার, ওয়াইল্ডলাইফ, জুনিয়র, শর্টফিল্ম ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয় এ প্রতিযোগিতায়।
এক্সপোজার ইন্টারন্যাশনালে পুরস্কার জিতলেন আরিফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ