ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

  • আপডেট সময় : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

প্রত্যাশা ডেস্ক: জাপান সাগরের দিকে আবারো একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

 

পিয়ংইয়ংকে মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা কৌশল রূপান্তর নিয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে আলোচনার মাঝেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলের বাইরে সাগরের দিকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এসব ক্ষেপণাস্ত্র।

 

 

পৃথকভাবে জাপানের কোস্ট গার্ড বলেছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক মিনিট পর জাপান সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

 

 

গত কয়েক মাসে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেটের একাধিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে নিজেদের রক্ষায় কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসব অস্ত্র তৈরি করা হচ্ছে।

 

২০২৪ সালের স্বাক্ষরিত এক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। রাশিয়া সরবরাহ করার পর এসব অস্ত্রের প্রতি আগ্রহ আরো বেড়েছে উত্তর কোরিয়ার।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দক্ষিণ কোরিয়া সফরের মাঝেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এই সফরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক জোটের আধুনিকায়ন নিয়ে আলোচনা করেছেন তিনি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা প্রচেষ্টায় ওয়াশিংটন তুলনামূলক সীমিত ভূমিকা নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

 

সানা/মেহেদী/আপ্র/২৭/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

আপডেট সময় : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

প্রত্যাশা ডেস্ক: জাপান সাগরের দিকে আবারো একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

 

পিয়ংইয়ংকে মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা কৌশল রূপান্তর নিয়ে ওয়াশিংটন ও সিউলের মধ্যে আলোচনার মাঝেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছে, স্থানীয় সময় বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলের বাইরে সাগরের দিকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দূরত্ব অতিক্রম করেছে এসব ক্ষেপণাস্ত্র।

 

 

পৃথকভাবে জাপানের কোস্ট গার্ড বলেছে, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক মিনিট পর জাপান সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

 

 

গত কয়েক মাসে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও রকেটের একাধিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে নিজেদের রক্ষায় কৌশলগত পারমাণবিক অস্ত্রভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসব অস্ত্র তৈরি করা হচ্ছে।

 

২০২৪ সালের স্বাক্ষরিত এক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি সরবরাহ করেছে উত্তর কোরিয়া। রাশিয়া সরবরাহ করার পর এসব অস্ত্রের প্রতি আগ্রহ আরো বেড়েছে উত্তর কোরিয়ার।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দক্ষিণ কোরিয়া সফরের মাঝেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এই সফরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক জোটের আধুনিকায়ন নিয়ে আলোচনা করেছেন তিনি। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা প্রচেষ্টায় ওয়াশিংটন তুলনামূলক সীমিত ভূমিকা নিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

 

সানা/মেহেদী/আপ্র/২৭/০১/২০২৬