বিনোদন ডেস্ক: অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শনিবার মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যান নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। জানা যায়, এদিন রাতে তীব্র পেট ব্যথা নিয়ে ইউনিভার্সেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন জ্যোতিকা জ্যোতি। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসের জটিলতাসহ নানা অসুখে ভুগছেন। হাসপাতাল সূত্রে খবর, শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণসহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে জ্যোতিকা জ্যোতির। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে। জ্যোতিকা জ্যোতি বর্তমানে ইউনিভার্সেল হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ) ও মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। সেখানে তিনি কমপক্ষে ৪৮ ঘণ্টা অবজারভেশনে থাকবেন।
একাধিক জটিল রোগ নিয়ে হাসপাতালে জ্যোতিকা জ্যোতি
জনপ্রিয় সংবাদ


























