ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

একাদশে ভর্তি হওয়াদের ১৬ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ

  • আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। এই কার্যক্রম চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) College Login প্যানেলে (প্রতিষ্ঠানের EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে।

এতে আ বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সব তথ্য অনলাইনে প্রেরণের কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে আবেদন নেওয়া হয়। এতে মোট ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী আবেদন করে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা গত ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পান। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ক্লাস শুরু হয়েছে।

এসি/আপ্র/০৩/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

একাদশে ভর্তি হওয়াদের ১৬ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ

আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন। এই কার্যক্রম চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://www.xiclassadmission.gov.bd) College Login প্যানেলে (প্রতিষ্ঠানের EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্য অনলাইনে প্রেরণ করতে হবে।

এতে আ বলা হয়েছে, আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সব তথ্য অনলাইনে প্রেরণের কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য তিন ধাপে আবেদন নেওয়া হয়। এতে মোট ১০ লাখ ৬৬ হাজার ১৬৩ জন শিক্ষার্থী আবেদন করে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা গত ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হওয়ার সুযোগ পান। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের ক্লাস শুরু হয়েছে।

এসি/আপ্র/০৩/১১/২০২৫