ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন ইমন-কেশব

  • আপডেট সময় : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীর ও বিচারক কেশব রায় চৌধুরী একসঙ্গে একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালক কিশোর দাসের নতুন সংগীতায়োজনে তারা গেয়েছেন ‘পুরানো সেই দিনের কথা’। শনিবার (০৪ সেপ্টেম্বর) গানটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তী বলেন, এই গানের সংগীতায়োজক কিশোর আমার সঙ্গে যোগাযোগ করলে গানটি করি। তার উপর আমার পূর্ণ আস্থা ছিল। সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে গানটি। কেশবদার গান গাওয়ার মধ্যে একটা সততা আছে। তিনি যা–ই করেন, পূর্ণ মনোযোগ দিয়েই করেন। কেশব রায় চৌধুরী বলেন, ঝুঁকি মাথায় নিয়ে একপ্রকার ঝোঁকের বশেই করে ফেলেছি এই বিখ্যাত গানটি। ভুলত্রুটি মার্জনার আবদার করে গানটি শোনা ও দেখার নিবেদন করছি সবার প্রতি। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানের সঙ্গে পারফর্ম করেছেন ফারদিন ও তামান্না। কেশব রায় চৌধুরী অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকাতে দায়িত্ব পালন করছেন। এর আগেও তার গাওয়া গান প্রকাশ করেছিল ধ্রুব মিউজিক স্টেশন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইসলাম কায়েমের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন মুহাম্মদ (সা.)

একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন ইমন-কেশব

আপডেট সময় : ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীর ও বিচারক কেশব রায় চৌধুরী একসঙ্গে একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালক কিশোর দাসের নতুন সংগীতায়োজনে তারা গেয়েছেন ‘পুরানো সেই দিনের কথা’। শনিবার (০৪ সেপ্টেম্বর) গানটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তী বলেন, এই গানের সংগীতায়োজক কিশোর আমার সঙ্গে যোগাযোগ করলে গানটি করি। তার উপর আমার পূর্ণ আস্থা ছিল। সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে গানটি। কেশবদার গান গাওয়ার মধ্যে একটা সততা আছে। তিনি যা–ই করেন, পূর্ণ মনোযোগ দিয়েই করেন। কেশব রায় চৌধুরী বলেন, ঝুঁকি মাথায় নিয়ে একপ্রকার ঝোঁকের বশেই করে ফেলেছি এই বিখ্যাত গানটি। ভুলত্রুটি মার্জনার আবদার করে গানটি শোনা ও দেখার নিবেদন করছি সবার প্রতি। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানের সঙ্গে পারফর্ম করেছেন ফারদিন ও তামান্না। কেশব রায় চৌধুরী অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকাতে দায়িত্ব পালন করছেন। এর আগেও তার গাওয়া গান প্রকাশ করেছিল ধ্রুব মিউজিক স্টেশন।