ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

একরাতেই ইউক্রেনের ৪৬ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

  • আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : মাত্র একরাতে ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, এর মধ্যে বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ৪১টি ড্রোন বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে, বাকিগুলো ভূপাতিত করা হয়েছে ব্রিয়ানস্ক, কুরস্ক ও ওরিওল অঞ্চলে।

বেলগোরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, এই হামলায় একজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, তার এলাকায় হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এই হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কিয়েভ আগে থেকেই বলে আসছে, রাশিয়ার অভ্যন্তরে তাদের হামলার লক্ষ্য হচ্ছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা। তাদের দাবি, এই হামলাগুলো মূলত মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য চালানো হচ্ছে এবং রাশিয়ার টানা বোমা হামলার জবাব হিসেবেই ইউক্রেন এসব চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

একরাতেই ইউক্রেনের ৪৬ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : মাত্র একরাতে ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, এর মধ্যে বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ৪১টি ড্রোন বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে, বাকিগুলো ভূপাতিত করা হয়েছে ব্রিয়ানস্ক, কুরস্ক ও ওরিওল অঞ্চলে।

বেলগোরোদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, এই হামলায় একজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিয়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, তার এলাকায় হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এই হামলা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কিয়েভ আগে থেকেই বলে আসছে, রাশিয়ার অভ্যন্তরে তাদের হামলার লক্ষ্য হচ্ছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা। তাদের দাবি, এই হামলাগুলো মূলত মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করার জন্য চালানো হচ্ছে এবং রাশিয়ার টানা বোমা হামলার জবাব হিসেবেই ইউক্রেন এসব চালিয়ে যাচ্ছে।