ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

একমাত্র স্টোকসই হতে পারেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক

  • আপডেট সময় : ১০:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ২০২১ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯ টেস্ট হারের বিব্রতকর রেকর্ড গড়েছে ইংল্যান্ড। চলতি অ্যাশেজ সিরিজেও স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারছে না তারা। এই বাজে সময় থেকে উদ্ধার পেতে বেন স্টোকস হতে পারেন একমাত্র সমাধান- এমনটাই মনে করেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দশ টেস্ট ধরে জয়ের দেখা পাচ্ছেন না ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এমনকি সবমিলিয়ে দল হিসেবে ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। তাই অধিনায়কত্বের ব্যাটনটা রুটের হাত থেকে স্টোকসের কাছে যাওয়াই সবচেয়ে ভালো হবে বলে মানছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘একমাত্র বেন স্টোকসই এখন ইংল্যান্ডের অধিনায়ক হতে পারে। আমার মনে হয়, সে যদি দলের অধিনায়ক হতো তাহলে খেলোয়াড় হিসেবেও আরও পরিণত হতে পারতো।’ তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, আরেকটু বাড়তি দায়িত্ব দেওয়া হলে স্টোকস আরও ভালো খেলোয়াড় হতো। যা দলের ওপরেও একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে।’ এসময় স্টোকসকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ নিয়ে পন্টিং বলেন, ‘আমি স্টোকসকে সেভাবে চিনি না। তবে আমি যদি ইংলিশ ক্রিকেটের চেহারা বদলানোর চেষ্টা করতাম তাহলে আমি অবশ্যই তাকে (স্টোকস) দিতাম দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

একমাত্র স্টোকসই হতে পারেন ইংল্যান্ডের নতুন অধিনায়ক

আপডেট সময় : ১০:৫২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : ২০২১ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯ টেস্ট হারের বিব্রতকর রেকর্ড গড়েছে ইংল্যান্ড। চলতি অ্যাশেজ সিরিজেও স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারছে না তারা। এই বাজে সময় থেকে উদ্ধার পেতে বেন স্টোকস হতে পারেন একমাত্র সমাধান- এমনটাই মনে করেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দশ টেস্ট ধরে জয়ের দেখা পাচ্ছেন না ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এমনকি সবমিলিয়ে দল হিসেবে ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। তাই অধিনায়কত্বের ব্যাটনটা রুটের হাত থেকে স্টোকসের কাছে যাওয়াই সবচেয়ে ভালো হবে বলে মানছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, ‘একমাত্র বেন স্টোকসই এখন ইংল্যান্ডের অধিনায়ক হতে পারে। আমার মনে হয়, সে যদি দলের অধিনায়ক হতো তাহলে খেলোয়াড় হিসেবেও আরও পরিণত হতে পারতো।’ তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, আরেকটু বাড়তি দায়িত্ব দেওয়া হলে স্টোকস আরও ভালো খেলোয়াড় হতো। যা দলের ওপরেও একটা ইতিবাচক প্রভাব তৈরি করবে।’ এসময় স্টোকসকে অধিনায়কত্ব দেওয়ার পরামর্শ নিয়ে পন্টিং বলেন, ‘আমি স্টোকসকে সেভাবে চিনি না। তবে আমি যদি ইংলিশ ক্রিকেটের চেহারা বদলানোর চেষ্টা করতাম তাহলে আমি অবশ্যই তাকে (স্টোকস) দিতাম দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব।’