ক্রীড়া প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্থগিত হওয়া আসরটি শুরু হওয়ার চার দিন আগে করোনাভাইরাস হানা দেয়। টুর্নামেন্ট খেলতে যাওয়া সাত ক্রিকেটারসহ ৯ জনের শরীরে শনাক্ত হয় এই প্রাণঘাতী ভাইরাস। তারপরও যথাসময়ে এটি মাঠে গড়াতে বদ্ধপরিকর বিসিবি। অবশ্য একদিন পরই শোনা গেলো স্বস্তির খবর, তাদের প্রত্যেকের দ্বিতীয় পরীক্ষার ফলে করোনা নেগেটিভ এসেছে। আগামী ৩১ মে শুরু হচ্ছে ডিপিএল। তিনটি ভেন্যুতে দিনে ছয়টি করে ম্যাচসহ তৃতীয় রাউন্ড পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। এর ১২টি ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাসহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয় গত বুধবার (২৬ মে)। তাতে সাত ক্রিকেটার ও দুই কর্মকর্তার পজিটিভ ফল আসে।
আক্রান্ত ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা হলেন- নাহিদুল ইসলাম (প্রাইম ব্যাংক),অমিত মজুমদার (প্রাইম ব্যাংক), মনির হোসেন (প্রাইম ব্যাংক) পিনাক ঘোষ (লিজেন্ড অব রুপগঞ্জ) রেজাউর রহমান রাজু (প্রাইম দোলেশ্বর) তৌকির খান (প্রাইম দোলেশ্বর) শাহীন আলম (আবাহনী লিমিটেড) আবু রেজা মোহাম্মদ শরিফুল হাসান, নাইম ইসলাম জুনিয়র (ব্রাদার্স ইউনিয়ন)। করোনার থাবা বসার পরও বিসিবি জানিয়েছিল, যথা সময়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান। করোনায় আক্রান্তদের আবারও পরীক্ষা করা হবে। সেই দ্বিতীয় পরীক্ষা করা হয় গত বৃহস্পতিবার (২৭ মে)। তাতে স্বস্তি ফিরেছে আয়োজকদের মনে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাদের রিপোর্ট ফলস পজিটিভ কি না জানতে সঙ্গে সঙ্গে আরেকটি পরীক্ষা করা হয়। এটাই হয়েছে, তাদের সবাই ফলস পজিটিভ ছিল। ৯ জনই এখন করোনামুক্ত।’ মিরপুর, বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে হবে এই প্রতিযোগিতা। চারটি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন ক্রিকেটাররা, যা শুরু হচ্ছে আজ শনিবার (২৯ মে) থেকে।
একদিন পরেই করোনা নেগেটিভ ডিপিএলের ৭ ক্রিকেটার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ