ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

একদিনে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

  • আপডেট সময় : ০৯:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদদাতা: কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুপ্রবেশকারীদের মধ্যে আটজন বাংলাদেশি এবং অন্যরা নিজেদের রোহিঙ্গা ও ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করছেন।

বুধবার (৭ মে) সকালে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম জেলা থেকে ৪৪ জনকে এবং খাগড়াছড়ি থেকে ৬৬ জনকে আটক করেছে বিজিবি। কুড়িগ্রাম জেলা থেকে আটকদের মধ্যে ৩০ জনকে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এবং ১৪ জনকে ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) বিএসএফ।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ভোরে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আর আটজন বাংলাদেশি।

আটকদের পরিচয় চূড়ান্ত যাছাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। রৌমারীর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা সাদিক হোসেন বলেন, বুধবার সকালে বেশ কিছু নারী-পুরুষকে সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় কথাবার্তা সন্দেহজনক হলে তাদের আটক করে বিজিবি ও রৌমারী থানা পুলিশকে খবর দেওয়া হয়। তারা বিজিবির হেফাজতে আছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন করে বিএসএফ। বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

এদিকে খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মোট ৬৬ ভারতীয় নাগরিক। এর মধ্যে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে মাটিরাঙা তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপূর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বুধবার ভোরে সীমান্ত দিয়ে এই ভারতীয়দের অনুপ্রবেশ করানো হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা বাংলা ভাষাভাষী; তারা নিজেদের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেন। তারা জানান, তাদেরকে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফ সদস্যরা।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সর্বশেষ খবর পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। আটকরা তাদের আওতায় রয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক বিজিবির সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

একদিনে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ

আপডেট সময় : ০৯:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

কুড়িগ্রাম সংবাদদাতা: কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুপ্রবেশকারীদের মধ্যে আটজন বাংলাদেশি এবং অন্যরা নিজেদের রোহিঙ্গা ও ভারতের গুজরাটের বাসিন্দা বলে দাবি করছেন।

বুধবার (৭ মে) সকালে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রাম জেলা থেকে ৪৪ জনকে এবং খাগড়াছড়ি থেকে ৬৬ জনকে আটক করেছে বিজিবি। কুড়িগ্রাম জেলা থেকে আটকদের মধ্যে ৩০ জনকে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে এবং ১৪ জনকে ভূরুঙ্গামারী উপজেলার ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) বিএসএফ।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ভোরে রৌমারীর বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে ধারণা করা হচ্ছে, এদের মধ্যে ২২ জন রোহিঙ্গা। আর আটজন বাংলাদেশি।

আটকদের পরিচয় চূড়ান্ত যাছাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। রৌমারীর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা সাদিক হোসেন বলেন, বুধবার সকালে বেশ কিছু নারী-পুরুষকে সীমান্ত এলাকার বিভিন্ন বাজারে বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় কথাবার্তা সন্দেহজনক হলে তাদের আটক করে বিজিবি ও রৌমারী থানা পুলিশকে খবর দেওয়া হয়। তারা বিজিবির হেফাজতে আছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকায় আট নারী-শিশুসহ ১৪ জনকে পুশইন করে বিএসএফ। বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা।

এদিকে খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মোট ৬৬ ভারতীয় নাগরিক। এর মধ্যে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে মাটিরাঙা তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপূর সীমান্ত দিয়ে ২৭ জন ও পানছড়ির লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বুধবার ভোরে সীমান্ত দিয়ে এই ভারতীয়দের অনুপ্রবেশ করানো হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা বাংলা ভাষাভাষী; তারা নিজেদের গুজরাটের বাসিন্দা বলে দাবি করেন। তারা জানান, তাদেরকে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় বিএসএফ সদস্যরা।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সর্বশেষ খবর পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। আটকরা তাদের আওতায় রয়েছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক বিজিবির সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

আজকের প্রত্যাশা/কেএমএএ