নিজস্ব প্রতিবেদক : একদিনে এক হাজার ১৮৫টি ফৌজদারি মামলার নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন বেঞ্চ। গতকাল বৃহস্পতিবার নিয়মিত ৮৫ ফৌজদারি মামলা এবং ২০২০ সাল পর্যন্ত হওয়া এক হাজার একশ মামলার নিষ্পত্তি করা হয়েছে। এ বেঞ্চের কনিষ্ঠ সদস্য বিচারপতি মো.বশির উল্লাহ। ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুসারে ২০২০ সাল পর্যন্ত পুরোনো ফৌজদারি বিবিধ মামলাগুলো দ্রুত শুনানি এবং নিষ্পত্তির উদ্যোগ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর অংশ হিসেবে বিশেষ ভাবে এসব মামলা নিষ্পত্তি করা হয়। মামলা নিষ্পত্তিতে হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার সম্পর্কে বলা হয়, ‘১১ আগস্ট রোজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত একত্রে ডিভিশন বেঞ্চে বসিবেন এবং ফৌজদারী কার্যবিধি আইনের ৪৯৮ ধারা মোতাবেক ২০২০ সাল পর্যন্ত ফৌজদারী বিবিধ মোকদ্দমাসমূহ শুনানী ও নিস্পত্তি করিবেন এবং তৎসংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করিবেন। ’ সে অনুযায়ী বিশেষ বেঞ্চে এক হাজার একশ মামলার নিষ্পত্তি করা হয়।