ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

একদিনে ভর্তি ১০৩৪ রোগী, মৃত্যু ৫ জনের

  • আপডেট সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; তাতে এ বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৫৪ জনে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ৪২৭ জনের মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৭১ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহে ৩৬ জন, চট্টগ্রামে ১২৮ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১১১ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে দুজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বরিশাল বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। বুধবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮ হাজার ৭১৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০১২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬২৭ জন; আর ২৩৮৫ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৯ হাজার ৫৫৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬০০ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের প্রথম ২০ দিনে ২১ হাজার ৩৩৭ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১১২ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা

একদিনে ভর্তি ১০৩৪ রোগী, মৃত্যু ৫ জনের

আপডেট সময় : ০৮:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; তাতে এ বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ১৫৪ জনে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ৪২৭ জনের মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৭১ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহে ৩৬ জন, চট্টগ্রামে ১২৮ জন, খুলনায় ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১১১ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে যে পাঁচজন মারা গেছেন, তাদের মধ্যে দুজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বরিশাল বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। বুধবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮ হাজার ৭১৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪০১২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬২৭ জন; আর ২৩৮৫ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৯ হাজার ৫৫৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬০০ জন। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের প্রথম ২০ দিনে ২১ হাজার ৩৩৭ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১১২ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।