ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
একদিনে আরও ২৯২ নেতাকর্মী গ্রেফতার: অভিযোগ রিজভীর

একদিনে আরও ২৯২ নেতাকর্মী গ্রেফতার: অভিযোগ রিজভীর

  • আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৯২ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী জানান, এসময়ের মধ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে এবং এক হাজার ৪৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৩-৪ দিন আগে থেকে এবং মহাসমাবেশের পরে বিএনপির শান্তিপূর্ণ হরতাল ও অবরোধকে কেন্দ্র করে মোট চার হাজার ৮৪৭ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। মামলা হয়েছে ১০৭টির বেশি। এছাড়া তিন হাজার ৪৭৬ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন। একজন সাংবাদিকসহ ৯ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। রিজভী আরও জানান, ২৮ ও ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট গ্রেফতার হয়েছেন সাত হাজার ৫৩৭ জন। এসময়ের মধ্যে মোট মামলা হয়েছে ৫০০টির অধিক। মোট আসামি ৩৭ হাজার ৯৮৫ জন। এছাড়া হামলায় আহত হয়েছেন মোট পাঁচ হাজার ৭৬৯ জনের অধিক নেতাকর্মী।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

একদিনে আরও ২৯২ নেতাকর্মী গ্রেফতার: অভিযোগ রিজভীর

একদিনে আরও ২৯২ নেতাকর্মী গ্রেফতার: অভিযোগ রিজভীর

আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৯২ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী জানান, এসময়ের মধ্যে নেতাকর্মীদের বিরুদ্ধে ১১টি মামলা হয়েছে এবং এক হাজার ৪৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ৩-৪ দিন আগে থেকে এবং মহাসমাবেশের পরে বিএনপির শান্তিপূর্ণ হরতাল ও অবরোধকে কেন্দ্র করে মোট চার হাজার ৮৪৭ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। মামলা হয়েছে ১০৭টির বেশি। এছাড়া তিন হাজার ৪৭৬ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন। একজন সাংবাদিকসহ ৯ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। রিজভী আরও জানান, ২৮ ও ২৯ জুলাই থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট গ্রেফতার হয়েছেন সাত হাজার ৫৩৭ জন। এসময়ের মধ্যে মোট মামলা হয়েছে ৫০০টির অধিক। মোট আসামি ৩৭ হাজার ৯৮৫ জন। এছাড়া হামলায় আহত হয়েছেন মোট পাঁচ হাজার ৭৬৯ জনের অধিক নেতাকর্মী।