ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

একটি কেস যদি ৩০ বছর ধরে চলে, মানুষের কেন আস্থা থাকবে: প্রধান বিচারপতি

  • আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘মানুষ বিপদে পড়ে আদালতে আসেন। একটি কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে চলে, তাহলে মানুষের কেন আস্থা থাকবে। মানুষের আত্মবিশ্বাস থাকবে না। আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’
গতকাল রোববার দুপুরে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। সমিতির প্রাঙ্গণে প্রধান বিচারপতিসহ হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ‘জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। আমাদের একটি পাবলিক সময় রয়েছে। এই সময়কে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। আমি শপথ নেওয়ার পর বিভিন্ন সমিতির আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তাদের ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি।’
হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান বলেন, অনেক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন আছে। বিচারকের সংকটও ছিল। এসব সমস্যা সমাধান করা হবে। রাজবাড়ীতে সম্প্রতি কয়েকজন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোস্তফা। আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রয়াত আইনজীবী ও সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

একটি কেস যদি ৩০ বছর ধরে চলে, মানুষের কেন আস্থা থাকবে: প্রধান বিচারপতি

আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

রাজবাড়ী প্রতিনিধি : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘মানুষ বিপদে পড়ে আদালতে আসেন। একটি কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে চলে, তাহলে মানুষের কেন আস্থা থাকবে। মানুষের আত্মবিশ্বাস থাকবে না। আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’
গতকাল রোববার দুপুরে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। সমিতির প্রাঙ্গণে প্রধান বিচারপতিসহ হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়।
বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন, ‘জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। আমাদের একটি পাবলিক সময় রয়েছে। এই সময়কে ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। আমি শপথ নেওয়ার পর বিভিন্ন সমিতির আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তাদের ৯টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি।’
হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান বলেন, অনেক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন আছে। বিচারকের সংকটও ছিল। এসব সমস্যা সমাধান করা হবে। রাজবাড়ীতে সম্প্রতি কয়েকজন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোস্তফা। আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রয়াত আইনজীবী ও সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় জেলা আইনজীবী সমিতির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।