ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

একই পরিবারের নিখোঁজ সাতজন উদ্ধার

  • আপডেট সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা : বগুড়ার বাড়ি থেকে নিখোঁজ হওয়া এক পরিবারের শিশুসহ সাতজনকে রাঙামাটিতে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান, জানান সোমবার (৮ জুলাই) দুপুরে রাঙামাটি শহরের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাতজন হলেন, ফাতেমা বেবি (৫০),বড় মেয়ে রুমি বেগম (৩০), ছেলে বিক্রম আলী (১৩), মেয়ে রুনা খাতুন (১৬), নাতনি বৃষ্টি খাতুন (১৩) এবং জমজ দুই নাতি হাসান (৬) ও হোসেন (৬)। ফাতেমা বেবির বরাত দিয়ে পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান বলেন, তাদের বাড়ি লালমনিরহাট জেলার খোচাবাড়ি এলাকায়। বগুড়া শহরের নারুলীতে ভাড়া বাসায় বসবাস করতেন তারা। ফাতেমা বেবি নারুলী পুলিশ ফাঁড়িতে রান্নার কাজ করতেন। তার বড় মেয়ের জামাই জীবন মিয়া তাদের সাথে বসবাস করে বগুড়া শহরে পুরাতন ফ্রিজ কেনাবেচার কাজ করতেন। ফাতেমা বেবির স্বামী আব্দুর রহমান কখনো বগুড়া শহরে এবং কখনো লালমনিরহাটে থাকতেন। নিখোঁজ হওয়ার বিষয়ে ফাতেমা বেবি পুলিশকে জানান, তার স্বামী ও মেয়ের জামাই টাকার জন্য সব সময় তাদের চাপ দিত এবং মানসিক নির্যাতন করত। এ কারণে তারা নিজের আয়ে স্বাবলম্বী হওয়ার জন্য কাউকে না জানিয়ে গত ৩ জুলাই বগুড়া থেকে পালান। তাদের পরিচিত ফাতেমা বেগম নামের এক নারীর নানির বাড়ি রাঙামাটিতে আশ্রয় নেন। সেখানে তারা কাজের সন্ধান করছিলেন। জাহিদ হাসান জানান আরও জানান, পরিবারের সদস্যদের নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৬ জুলাই বগুড়া সদর থানায় জিডি করেন ফাতেমা বেবির স্বামী আব্দুর রহমান। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করে পিবিআই। পরে পিবিআই বগুড়ার একটি দল রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে বগুড়ায় নিয়ে আসে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

একই পরিবারের নিখোঁজ সাতজন উদ্ধার

আপডেট সময় : ১২:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

বগুড়া সংবাদদাতা : বগুড়ার বাড়ি থেকে নিখোঁজ হওয়া এক পরিবারের শিশুসহ সাতজনকে রাঙামাটিতে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান, জানান সোমবার (৮ জুলাই) দুপুরে রাঙামাটি শহরের চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাতজন হলেন, ফাতেমা বেবি (৫০),বড় মেয়ে রুমি বেগম (৩০), ছেলে বিক্রম আলী (১৩), মেয়ে রুনা খাতুন (১৬), নাতনি বৃষ্টি খাতুন (১৩) এবং জমজ দুই নাতি হাসান (৬) ও হোসেন (৬)। ফাতেমা বেবির বরাত দিয়ে পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) জাহিদ হাসান বলেন, তাদের বাড়ি লালমনিরহাট জেলার খোচাবাড়ি এলাকায়। বগুড়া শহরের নারুলীতে ভাড়া বাসায় বসবাস করতেন তারা। ফাতেমা বেবি নারুলী পুলিশ ফাঁড়িতে রান্নার কাজ করতেন। তার বড় মেয়ের জামাই জীবন মিয়া তাদের সাথে বসবাস করে বগুড়া শহরে পুরাতন ফ্রিজ কেনাবেচার কাজ করতেন। ফাতেমা বেবির স্বামী আব্দুর রহমান কখনো বগুড়া শহরে এবং কখনো লালমনিরহাটে থাকতেন। নিখোঁজ হওয়ার বিষয়ে ফাতেমা বেবি পুলিশকে জানান, তার স্বামী ও মেয়ের জামাই টাকার জন্য সব সময় তাদের চাপ দিত এবং মানসিক নির্যাতন করত। এ কারণে তারা নিজের আয়ে স্বাবলম্বী হওয়ার জন্য কাউকে না জানিয়ে গত ৩ জুলাই বগুড়া থেকে পালান। তাদের পরিচিত ফাতেমা বেগম নামের এক নারীর নানির বাড়ি রাঙামাটিতে আশ্রয় নেন। সেখানে তারা কাজের সন্ধান করছিলেন। জাহিদ হাসান জানান আরও জানান, পরিবারের সদস্যদের নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৬ জুলাই বগুড়া সদর থানায় জিডি করেন ফাতেমা বেবির স্বামী আব্দুর রহমান। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাদের অবস্থান শনাক্ত করে পিবিআই। পরে পিবিআই বগুড়ার একটি দল রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে বগুড়ায় নিয়ে আসে।