ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

একই দিনে স্নাতকোত্তর ডিগ্রির সনদ পেলেন মা-ছেলে

  • আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাসিন্দা কাইল ফিল্ডস এর চেয়ে দারুণভাবে মা দিবস উদ্যাপনের কথা হয়তো কল্পনাও করতে পারতেন না। কাইল যুক্তরাষ্ট্রের টেক্সাস ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন।

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। সেই হিসাবে এ বছর রোববার ১১ মে মা দিবস পালিত হয়

টেক্সাস ক্রিশ্চিয়ান বিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, প্রথমবারের মতো তারা কেবল স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। যাঁদের সনদ দেওয়া হবে, তাঁদের নামের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটি দেখেই আনন্দ উদ্যাপনের উপলক্ষ পেয়ে গিয়েছিলেন কাইল।

কারণ, তালিকায় শুধু তাঁর নাম নয়, আছে তাঁর মা ব্র্যান্ডি ফিল্ডসের নামও। কাইল লিবারেল আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি এবং তাঁর মা এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন।

ব্র্যান্ডি ফিল্ডস বলেছেন, ‘ছেলের সঙ্গে এই মুহূর্ত, এমন কিছু ভাগ করে নেওয়া, যা আমি কখনো কল্পনাও করিনি।’

কীভাবে ব্র্যান্ডি ও তাঁর ছেলে একসঙ্গে লেখাপড়া করেছেন এবং পরস্পরকে উৎসাহ দিয়েছেন সে কথাও স্মরণ করেছেন এই নারী। তিনি বলেছেন, ‘রাত জেগে লেখাপড়া করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দেওয়ার প্রচণ্ড চাপের সময়ে আমরা একে অপরকে সাহস জুগিয়েছি।’

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য তাঁকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে বলেও জানিয়েছেন ব্র্যান্ডি। তিনি বলেন, ‘অনেক বছর পর আবার শ্রেণিকক্ষে ফিরে আসা একটি চ্যালেঞ্জ। তবে বিভিন্ন পেশার অভিজ্ঞ মানুষের সঙ্গে শেখার অভিজ্ঞতাটি ছিল সত্যিই অসাধারণ। শিক্ষক ও সহপাঠী, উভয়ের কাছ থেকেই আমি যে জ্ঞান অর্জন করেছি, তা অমূল্য।’ টিসিইউ অ্যাথলেটিকসে যন্ত্রপাতি ব্যবস্থাপক হিসেবে কাজ করেন কাইল ফিল্ডস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

একই দিনে স্নাতকোত্তর ডিগ্রির সনদ পেলেন মা-ছেলে

আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাসিন্দা কাইল ফিল্ডস এর চেয়ে দারুণভাবে মা দিবস উদ্যাপনের কথা হয়তো কল্পনাও করতে পারতেন না। কাইল যুক্তরাষ্ট্রের টেক্সাস ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন।

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। সেই হিসাবে এ বছর রোববার ১১ মে মা দিবস পালিত হয়

টেক্সাস ক্রিশ্চিয়ান বিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, প্রথমবারের মতো তারা কেবল স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। যাঁদের সনদ দেওয়া হবে, তাঁদের নামের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটি দেখেই আনন্দ উদ্যাপনের উপলক্ষ পেয়ে গিয়েছিলেন কাইল।

কারণ, তালিকায় শুধু তাঁর নাম নয়, আছে তাঁর মা ব্র্যান্ডি ফিল্ডসের নামও। কাইল লিবারেল আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি এবং তাঁর মা এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন।

ব্র্যান্ডি ফিল্ডস বলেছেন, ‘ছেলের সঙ্গে এই মুহূর্ত, এমন কিছু ভাগ করে নেওয়া, যা আমি কখনো কল্পনাও করিনি।’

কীভাবে ব্র্যান্ডি ও তাঁর ছেলে একসঙ্গে লেখাপড়া করেছেন এবং পরস্পরকে উৎসাহ দিয়েছেন সে কথাও স্মরণ করেছেন এই নারী। তিনি বলেছেন, ‘রাত জেগে লেখাপড়া করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দেওয়ার প্রচণ্ড চাপের সময়ে আমরা একে অপরকে সাহস জুগিয়েছি।’

স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য তাঁকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে বলেও জানিয়েছেন ব্র্যান্ডি। তিনি বলেন, ‘অনেক বছর পর আবার শ্রেণিকক্ষে ফিরে আসা একটি চ্যালেঞ্জ। তবে বিভিন্ন পেশার অভিজ্ঞ মানুষের সঙ্গে শেখার অভিজ্ঞতাটি ছিল সত্যিই অসাধারণ। শিক্ষক ও সহপাঠী, উভয়ের কাছ থেকেই আমি যে জ্ঞান অর্জন করেছি, তা অমূল্য।’ টিসিইউ অ্যাথলেটিকসে যন্ত্রপাতি ব্যবস্থাপক হিসেবে কাজ করেন কাইল ফিল্ডস।