ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

এএম এবং পিএম পূর্ণরূপের অজানা রহস্য

  • আপডেট সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। পৃথিবীর প্রতিটি সফল ব্যক্তির জীবনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। সৌরজগতের কক্ষপথে ক্রমাগত আবর্তন করে আমাদের পৃথিবী। ফলে দিন-রাত্রি সংঘঠিত হয়। প্রাচীন যুগে সূর্য, চাঁদ কিংবা আকাশে থাকা তারকাদের দিকে তাকিয়ে অনুমান করে সময় নির্ধারণ করতে হতো। আধুনিক যুগে সময় নির্ধারণ ও নিরুপনে নানাবিধ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। বর্তমান সময়ে হাত ঘড়ি, দেয়াল ঘড়ি ও কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে অনেক ডিভাইসেই সময় দেখতে পারি আমরা। এসব ডিভাইসের টাইম ডিস্পেলেতে সময়ভেদে এক দিনে ২৪ ঘণ্টা সময়। এএম-পিএম ফরম্যাটে ১২ ঘণ্টা হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় প্রশ্ন জাগে, এই এএম-পিএম দ্বারা কী নির্দেশ করা হয়? এ শব্দ দুটি লেখার পেছনে রহস্য কী?

এএম আর পিএমের বিষয়টি জানলেও অনেকে জানেন না এটি দ্বারা কী বোঝানো হয়। এর ফুলফর্মও অনেকের অজানা। আবার কেউ কেউ এএম-পিএমের ব্যবহার নিয়েও বিভ্রান্তিতে পড়েন।
জানলে অবাক হবেন, সময় বোঝাতে আমরা যে এএম-পিএম ব্যবহার করি তা ইংরেজি থেকে নয়, ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ অহঃব গবৎরফরবস এবং চড়ংঃ গবৎরফরবস-এর সংক্ষিপ্ত রূপই হলো এই এএম-পিএম। অ্যান্টি মানে আগে, পোস্ট মানে পরে। আর মেরিডিয়েম অর্থ দুপুর। অর্থাৎ এএম বলতে দুপুরের আগে এবং পিএম বলতে দুপুরের পরের সময় নির্দেশ করে।
এএম-পিএমের মধ্যে পার্থক্য থাকে দিনে ২৪ ঘণ্টা। কিন্তু ঘড়িতে আছে মাত্র ১২টি সংখ্যা। তাই একই সময়ের সংখ্যা দিনে দুবার ঘড়িতে প্রদর্শিত হয়। উদাহরণস্বরূপ- সকাল ৬ এএম মানে ভোর এবং ৬ পিএম মানে বিকেল; ১ এএম মানে মধ্যরাতের এক ঘণ্টা পরের সময়, রাত ১১ পিএম মানে মধ্যরাতের এক ঘণ্টা আগের সময়।
দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় বোঝাতে আমরা সংক্ষেপে পিএম (ঢ়স) এবং রাত ১২টার পর থেকে দুপুর ১২টার আগ পর্যন্ত সময় নির্দেশে সংক্ষেপে এ.এম (ধস) ব্যবহার করি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তেজনা বাড়ালে কেউ আমাদের থামাতে পারবে না, হুঁশিয়ারি পাকিস্তানের

এএম এবং পিএম পূর্ণরূপের অজানা রহস্য

আপডেট সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। পৃথিবীর প্রতিটি সফল ব্যক্তির জীবনে সময় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। সৌরজগতের কক্ষপথে ক্রমাগত আবর্তন করে আমাদের পৃথিবী। ফলে দিন-রাত্রি সংঘঠিত হয়। প্রাচীন যুগে সূর্য, চাঁদ কিংবা আকাশে থাকা তারকাদের দিকে তাকিয়ে অনুমান করে সময় নির্ধারণ করতে হতো। আধুনিক যুগে সময় নির্ধারণ ও নিরুপনে নানাবিধ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। বর্তমান সময়ে হাত ঘড়ি, দেয়াল ঘড়ি ও কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে অনেক ডিভাইসেই সময় দেখতে পারি আমরা। এসব ডিভাইসের টাইম ডিস্পেলেতে সময়ভেদে এক দিনে ২৪ ঘণ্টা সময়। এএম-পিএম ফরম্যাটে ১২ ঘণ্টা হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় প্রশ্ন জাগে, এই এএম-পিএম দ্বারা কী নির্দেশ করা হয়? এ শব্দ দুটি লেখার পেছনে রহস্য কী?

এএম আর পিএমের বিষয়টি জানলেও অনেকে জানেন না এটি দ্বারা কী বোঝানো হয়। এর ফুলফর্মও অনেকের অজানা। আবার কেউ কেউ এএম-পিএমের ব্যবহার নিয়েও বিভ্রান্তিতে পড়েন।
জানলে অবাক হবেন, সময় বোঝাতে আমরা যে এএম-পিএম ব্যবহার করি তা ইংরেজি থেকে নয়, ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ অহঃব গবৎরফরবস এবং চড়ংঃ গবৎরফরবস-এর সংক্ষিপ্ত রূপই হলো এই এএম-পিএম। অ্যান্টি মানে আগে, পোস্ট মানে পরে। আর মেরিডিয়েম অর্থ দুপুর। অর্থাৎ এএম বলতে দুপুরের আগে এবং পিএম বলতে দুপুরের পরের সময় নির্দেশ করে।
এএম-পিএমের মধ্যে পার্থক্য থাকে দিনে ২৪ ঘণ্টা। কিন্তু ঘড়িতে আছে মাত্র ১২টি সংখ্যা। তাই একই সময়ের সংখ্যা দিনে দুবার ঘড়িতে প্রদর্শিত হয়। উদাহরণস্বরূপ- সকাল ৬ এএম মানে ভোর এবং ৬ পিএম মানে বিকেল; ১ এএম মানে মধ্যরাতের এক ঘণ্টা পরের সময়, রাত ১১ পিএম মানে মধ্যরাতের এক ঘণ্টা আগের সময়।
দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সময় বোঝাতে আমরা সংক্ষেপে পিএম (ঢ়স) এবং রাত ১২টার পর থেকে দুপুর ১২টার আগ পর্যন্ত সময় নির্দেশে সংক্ষেপে এ.এম (ধস) ব্যবহার করি।