ক্রীড়া প্রতিবেদক : গত মে মাসে এএফসি কাপ খেলতে মালদ্বীপ যাওয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। কিন্তু যাওয়ার কয়েক ঘণ্টা আগে প্রতিযোগিতা স্থগিতের খবর পায় তারা। অথচ এর আগেই ফ্লাইট ও হোটেল ভাড়ার জন্য যাবতীয় কাজ সম্পন্ন হয়ে গেছে। সেই কারণে এর ক্ষতিপূরণ চেয়ে এএফসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। তাদের আবেদনে সাড়া দিয়ে ৫৭ হাজার ১৫৭ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১৬ আগস্ট এএফসির সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশকে চিঠি দিয়ে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছে। পুরো অর্থই সরাসরি বসুন্ধরা কিংসের অ্যাকাউন্টে পাঠানো হবে।
এ প্রসঙ্গে বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা নিয়মমাফিক ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছিলাম। এএফসি তাতে সায় দিয়েছে। ওদের সিদ্ধান্তে আমরা খুশি।’
এএফসি থেকে ৫৭ হাজার ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশের ক্লাব
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ