ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

এই বাস আবার এই ট্রেন

  • আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : একটিই বাহন। কখনো বাস হয়ে সড়কপথে চলবে, আবার কখনো ট্রেন হয়ে রেলপথে। একটি গাড়িতে বসেই একই সঙ্গে বাস ও ট্রেনে চড়ার সাধ মেটাতে পারবে যাত্রীরা। বিশ্বে প্রথমবারের মতো এমন ডুয়েল মুড বাহন (দ্বৈত প্রকৃতির বাহন) তৈরি করেছে জাপান। আজ শনিবার দেশটির টোকুশিমা অঞ্চলের কাইয়ো শহরে যাত্রা শুরু করেছে এটি। খবর রয়টার্সের।
সংক্ষেপে ডিএমভি নামে পরিচিত ডুয়েল মুডের এ বাহন দেখতে মিনিবাসের মতো। সড়কে অন্য গাড়ির মতো সাধারণ রাবার টায়ারের চাকায় ভর করে চলাচল করে এটি। তবে রেললাইনে ওঠার সময় এর পেটের দিক থেকে স্টিলের চাকা বের হয়। তখন একটি কার্যকর ট্রেনের বগিতে পরিণত হয় এটি।
ট্রেনে রূপান্তরের পর এর স্টিলের চাকাগুলো সামনের টায়ারগুলোকে ওপরের দিকে তুলে রাখে। আর এ বাহনকে সড়কপথ থেকে ঠেলে রেলপথে ওঠানোর জন্য পেছনের চাকাগুলো নিচের দিকে নেমে থাকবে।
ডুয়েল মুডের এ বাহনে ২১ জন যাত্রী চলাচল করতে পারবেন। রেললাইনে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে পারে এটি। আর সড়কে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার।
ডিএমভি পরিচালনা করছে জাপানের আসা কোস্ট রেলওয়ে কোম্পানি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেকি মিউরা গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নতুন এ বাহন স্থানীয়দের একই সঙ্গে বাস ও ট্রেন দুটোরই সুবিধা দেবে। বিশেষ করে গ্রাম এলাকায় বসবাসকারী বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে এটি খুব ভালো একটি গণপরিবহন হয়ে উঠবে বলে আমরা আশা করছি।’
ভিন্ন ভিন্ন রঙে তৈরি ছোট আকারের এ বাহন ডিজেলে চলবে। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ শিকোকুর উপকূলীয় এলাকার কয়েকটি ছোট শহরের মধ্যে চলাচল করবে এটি। এসব এলাকা দিয়ে চলাচলের সময় সমুদ্রতীরবর্তী আকর্ষণীয় দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।
মিউরা বলেন, তিনি আশা করছেন, এ প্রকল্প জাপানের অন্য এলাকার রেলভক্তদেরও আকর্ষণ করবে। তাঁরাও নতুন এ দ্বৈত বাহনে ভ্রমণ করতে উদ্বুদ্ধ হবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

এই বাস আবার এই ট্রেন

আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : একটিই বাহন। কখনো বাস হয়ে সড়কপথে চলবে, আবার কখনো ট্রেন হয়ে রেলপথে। একটি গাড়িতে বসেই একই সঙ্গে বাস ও ট্রেনে চড়ার সাধ মেটাতে পারবে যাত্রীরা। বিশ্বে প্রথমবারের মতো এমন ডুয়েল মুড বাহন (দ্বৈত প্রকৃতির বাহন) তৈরি করেছে জাপান। আজ শনিবার দেশটির টোকুশিমা অঞ্চলের কাইয়ো শহরে যাত্রা শুরু করেছে এটি। খবর রয়টার্সের।
সংক্ষেপে ডিএমভি নামে পরিচিত ডুয়েল মুডের এ বাহন দেখতে মিনিবাসের মতো। সড়কে অন্য গাড়ির মতো সাধারণ রাবার টায়ারের চাকায় ভর করে চলাচল করে এটি। তবে রেললাইনে ওঠার সময় এর পেটের দিক থেকে স্টিলের চাকা বের হয়। তখন একটি কার্যকর ট্রেনের বগিতে পরিণত হয় এটি।
ট্রেনে রূপান্তরের পর এর স্টিলের চাকাগুলো সামনের টায়ারগুলোকে ওপরের দিকে তুলে রাখে। আর এ বাহনকে সড়কপথ থেকে ঠেলে রেলপথে ওঠানোর জন্য পেছনের চাকাগুলো নিচের দিকে নেমে থাকবে।
ডুয়েল মুডের এ বাহনে ২১ জন যাত্রী চলাচল করতে পারবেন। রেললাইনে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে চলতে পারে এটি। আর সড়কে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার।
ডিএমভি পরিচালনা করছে জাপানের আসা কোস্ট রেলওয়ে কোম্পানি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেকি মিউরা গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নতুন এ বাহন স্থানীয়দের একই সঙ্গে বাস ও ট্রেন দুটোরই সুবিধা দেবে। বিশেষ করে গ্রাম এলাকায় বসবাসকারী বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে এটি খুব ভালো একটি গণপরিবহন হয়ে উঠবে বলে আমরা আশা করছি।’
ভিন্ন ভিন্ন রঙে তৈরি ছোট আকারের এ বাহন ডিজেলে চলবে। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ শিকোকুর উপকূলীয় এলাকার কয়েকটি ছোট শহরের মধ্যে চলাচল করবে এটি। এসব এলাকা দিয়ে চলাচলের সময় সমুদ্রতীরবর্তী আকর্ষণীয় দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা।
মিউরা বলেন, তিনি আশা করছেন, এ প্রকল্প জাপানের অন্য এলাকার রেলভক্তদেরও আকর্ষণ করবে। তাঁরাও নতুন এ দ্বৈত বাহনে ভ্রমণ করতে উদ্বুদ্ধ হবেন।