ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

এই প্রথম বুসানে বাংলাদেশের তিন ছবি

  • আপডেট সময় : ১০:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আগামী ৬ অক্টোবর শুরু হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। এবারের উৎসবের বিভিন্ন বিভাগে কান, বার্লিনজয়ী বিভিন্ন দেশের ২২৩টি সিনেমা দেখানো হবে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো দেখানো হবে বাংলাদেশের তিনটি সিনেমা। আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা ও মোস্তফা সরয়ার ফারুকীর নো ল্যান্ডস ম্যান-এর কথা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল মোহাম্মদ রাব্বী মৃধার পায়ের তলায় মাটি নাই-এর কথা। গতকাল বুসানের অফিশিয়াল সাইটে উৎসবের মনোনয়ন পাওয়া সিনেমার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ ৯ বছরের সাধনার ফল পায়ের তলায় মাটি নাই। নানান দেশের সিনেমা দেখে, বই পড়ে একটু একটু করে নিজে নিজেই কাজ শিখেছেন মোহাম্মদ রাব্বী মৃধা। করোনা, স্বল্প বাজেট, ছোট টিম—কোনো কিছুই বাধা হতে পারেনি। ছোট একটি টিম নিয়ে ১৫ দিনের মতো টানা ছুটে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান ও বগুড়ার সারিয়াকান্দির বন্যাকবলিত এলাকা। একসময় শেষ হয় কাজ। প্রথম ছবিতেই বাজিমাত।
রাব্বী মৃধা বলেন, ‘কল্পনা করতে পারিনি, আমার প্রথম সিনেমা এশিয়ার সম্মানজনক একটি চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাবে। এটা আমার জন্য সারপ্রাইজ। জলবায়ু পরিবর্তন একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের ওপর কী ধরনের প্রভাব বিস্তার করে, সেই চিত্র পর্দায় তুলে ধরেছি।’
বিশ্বের ২৭টি দেশের সিনেমার সঙ্গে পায়ের তলায় মাটি নাই অংশ নিচ্ছে জেনে খুশি সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা মোস্তফা মন্ওয়ার। শুরু থেকেই তাঁকে অনেক খাটতে হয়েছে। ছবিতে তিনি গাড়িতে করে লাশ বহন করেন। ঢাকা থেকে একসময় গ্রামে ফেরা তাঁর জন্য ভয়ংকর চ্যালেঞ্জ হয়ে যায়। মন্ওয়ার বলেন, ‘সিনেমাটি অনেক কষ্ট করে শুটিং করা। বাজেট ও সময় ছিল কম। অনেকটা লাইভ ফ্রম ঢাকার মতোই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। গত বছর প্রথম লকডাউনের পর ট্রাফিক জ্যামের মধ্যে ঢাকা শহরে ঘুরে ঘুরে শুটিং করেছি। সিনেমাটি বুসানে প্রিমিয়ার হচ্ছে, আমি খুবই এক্সাইটেড।’ আগে জানা গিয়েছিল, বুসানে দেখানো হবে রেহানা। ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে ছবিটি প্রদর্শিত হবে। এ বিভাগে এশিয়ার সেরা সিনেমাগুলো ঠাঁই পায়।
ছবিটির প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘খুশির সংবাদ, আমাদের দেশ থেকে তিনটি সিনেমা অংশ নিচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। আশা করছি, সব কটি সিনেমাই দর্শকের ভালো লাগবে।’
গত সপ্তাহেই জানা যায়, বুসানের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফারুকীর নো ল্যান্ডস ম্যান। এশিয়ার ছয়টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে নো ল্যান্ডস ম্যান। বিজয়ী ২টি সিনেমাকে ১০ হাজার ডলার করে পুরস্কার দেওয়া হবে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাহসান খান, মেগান মিশেল, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরন খোজে প্রমুখ। আগামী ৬ অক্টোবর শুরু হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। উৎসবের উদ্বোধনী ছবি ইম সাং-সুর হ্যাভেন: টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস। চীনের সিনেমা লংম্যান লিওয়ংয়ের এনিতা দিয়ে ১৬ অক্টোবর উৎসবের পর্দা নামবে। উৎসবের প্রধান অনুষ্ঠান পরিচালক হু মুন-ইয়ং অনলাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, এবার উদ্বোধনী আয়োজন স্বাভাবিক প্রক্রিয়াতেই হবে। উৎসবের বিভিন্ন বিভাগে কান, বার্লিনজয়ী বিভিন্ন দেশের ২২৩টি সিনেমা দেখানো হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এই প্রথম বুসানে বাংলাদেশের তিন ছবি

আপডেট সময় : ১০:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

বিনোদন প্রতিবেদক : আগামী ৬ অক্টোবর শুরু হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। এবারের উৎসবের বিভিন্ন বিভাগে কান, বার্লিনজয়ী বিভিন্ন দেশের ২২৩টি সিনেমা দেখানো হবে।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো দেখানো হবে বাংলাদেশের তিনটি সিনেমা। আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা ও মোস্তফা সরয়ার ফারুকীর নো ল্যান্ডস ম্যান-এর কথা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল মোহাম্মদ রাব্বী মৃধার পায়ের তলায় মাটি নাই-এর কথা। গতকাল বুসানের অফিশিয়াল সাইটে উৎসবের মনোনয়ন পাওয়া সিনেমার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
দীর্ঘ ৯ বছরের সাধনার ফল পায়ের তলায় মাটি নাই। নানান দেশের সিনেমা দেখে, বই পড়ে একটু একটু করে নিজে নিজেই কাজ শিখেছেন মোহাম্মদ রাব্বী মৃধা। করোনা, স্বল্প বাজেট, ছোট টিম—কোনো কিছুই বাধা হতে পারেনি। ছোট একটি টিম নিয়ে ১৫ দিনের মতো টানা ছুটে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান ও বগুড়ার সারিয়াকান্দির বন্যাকবলিত এলাকা। একসময় শেষ হয় কাজ। প্রথম ছবিতেই বাজিমাত।
রাব্বী মৃধা বলেন, ‘কল্পনা করতে পারিনি, আমার প্রথম সিনেমা এশিয়ার সম্মানজনক একটি চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাবে। এটা আমার জন্য সারপ্রাইজ। জলবায়ু পরিবর্তন একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের ওপর কী ধরনের প্রভাব বিস্তার করে, সেই চিত্র পর্দায় তুলে ধরেছি।’
বিশ্বের ২৭টি দেশের সিনেমার সঙ্গে পায়ের তলায় মাটি নাই অংশ নিচ্ছে জেনে খুশি সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা মোস্তফা মন্ওয়ার। শুরু থেকেই তাঁকে অনেক খাটতে হয়েছে। ছবিতে তিনি গাড়িতে করে লাশ বহন করেন। ঢাকা থেকে একসময় গ্রামে ফেরা তাঁর জন্য ভয়ংকর চ্যালেঞ্জ হয়ে যায়। মন্ওয়ার বলেন, ‘সিনেমাটি অনেক কষ্ট করে শুটিং করা। বাজেট ও সময় ছিল কম। অনেকটা লাইভ ফ্রম ঢাকার মতোই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। গত বছর প্রথম লকডাউনের পর ট্রাফিক জ্যামের মধ্যে ঢাকা শহরে ঘুরে ঘুরে শুটিং করেছি। সিনেমাটি বুসানে প্রিমিয়ার হচ্ছে, আমি খুবই এক্সাইটেড।’ আগে জানা গিয়েছিল, বুসানে দেখানো হবে রেহানা। ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে ছবিটি প্রদর্শিত হবে। এ বিভাগে এশিয়ার সেরা সিনেমাগুলো ঠাঁই পায়।
ছবিটির প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘খুশির সংবাদ, আমাদের দেশ থেকে তিনটি সিনেমা অংশ নিচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। আশা করছি, সব কটি সিনেমাই দর্শকের ভালো লাগবে।’
গত সপ্তাহেই জানা যায়, বুসানের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ফারুকীর নো ল্যান্ডস ম্যান। এশিয়ার ছয়টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে নো ল্যান্ডস ম্যান। বিজয়ী ২টি সিনেমাকে ১০ হাজার ডলার করে পুরস্কার দেওয়া হবে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাহসান খান, মেগান মিশেল, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরন খোজে প্রমুখ। আগামী ৬ অক্টোবর শুরু হচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর। উৎসবের উদ্বোধনী ছবি ইম সাং-সুর হ্যাভেন: টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস। চীনের সিনেমা লংম্যান লিওয়ংয়ের এনিতা দিয়ে ১৬ অক্টোবর উৎসবের পর্দা নামবে। উৎসবের প্রধান অনুষ্ঠান পরিচালক হু মুন-ইয়ং অনলাইন প্রেস ব্রিফিংয়ে বলেন, এবার উদ্বোধনী আয়োজন স্বাভাবিক প্রক্রিয়াতেই হবে। উৎসবের বিভিন্ন বিভাগে কান, বার্লিনজয়ী বিভিন্ন দেশের ২২৩টি সিনেমা দেখানো হবে।