ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

এই জন্মে দেব-শুভশ্রীকে আলাদা করা যাবে না : দেব

  • আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: দশটি বছর কেটে গেছে তাদের দূরত্বে, আলাদা জীবনে, আলাদা পর্দায়। কিন্তু তবু একটি নাম আজও জড়িয়ে থাকে অন্যটির সঙ্গে। তারা দেব আর শুভশ্রী।

দর্শকের ভালোবাসায় যেমন বাঁচে কিছু সম্পর্ক। দেব-শুভশ্রীর সম্পর্ক যেন তেমনই। এক দশক পর কলকাতার নজরুল মঞ্চের আলো-আঁধারি ভেদ করে একসঙ্গে হাজির হলেন তারা। উপলক্ষ- দীর্ঘদিন আটকে থাকা সিনেমা ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ। আর সেই এক মঞ্চে বসেই তারা ফিরিয়ে আনলেন পুরোনো প্রেম, মান-অভিমান, ভুল বোঝাবুঝি, নস্টালজিয়া। শুরু করলেন নতুন করে বন্ধুত্বটাও। একে অপরকে ফলো করলেন সোশ্যাল মিডিয়াতে। কেন? সেই প্রশ্নের জবাবে দর্শকের সমর্থনে দেবের উত্তর ছিল, ‘এমনি’।

সঞ্চালকের এক প্রশ্নে হেসে দেব বলেন, ‘এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না। শুভশ্রীও পারবে না। যখনই কোনো জুটি নিয়ে আলোচনা হবে, আমাদের নাম আসবেই, আলাদা করা যাবে না।’

শুভশ্রীও হেসে বলেন, ‘আমরা চেষ্টা করিনি আমাদের জুটিকে বাঁচিয়ে রাখতে। দর্শকেরাই রেখেছে। তাদের ভালোবাসায়, আবেগে, কান্নায়, উচ্ছ্বাসে।’

দেব জানালেন, আজও স্কুলের বাচ্চারা দেবদেবীর জায়গায় লেখে দেব-শুভশ্রী। তাতে বোঝা যায় এই জুটির প্রভাব ঠিক কতটা গভীরে গেঁথে রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে।

২০১৪ সালের শুটিং হলেও আটকে যায় কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘ধূমকেতু’। এটাই ছিল দেব-শুভশ্রীর শেষ একসঙ্গে কাজ। সিনেমা যেমন বন্ধ হয়ে গিয়েছিল, সম্পর্কেও নেমে এসেছিল ছায়া। দুজনের পথ আলাদা হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায়ও কেটে যায় যোগাযোগ। দেব সরাসরি ব্লক করে দিয়েছিলেন শুভশ্রীকে।

তবে এবার সেই সব আড়াল ভেদ করে এলেন একসঙ্গে। মঞ্চে বসেই একে অপরকে আনব্লক করলেন। ফলো করলেন ইনস্টাগ্রামে। একসঙ্গে তুললেন সেলফি। দর্শকদের সামনে গাইলেন গানও। শুভশ্রী বললেন, ‘অনেক জায়গায় দেখা হলেও কথা হতো না। এবার পুরোনো সব ভুলে, শুধু কাজ আর ভালোবাসার জায়গা থেকে একসঙ্গে আসা।’

আজও দেব-শুভশ্রী মানে হাজারো ভক্তের কাছে প্রথম প্রেম। সেটা আবারও প্রমাণ হলো নজরুল মঞ্চে তাদের একত্রিত হওয়ার উচ্ছ্বাসে।

এই মঞ্চে দাঁড়িয়েই দুজনই জানালেন, ভালো গল্প, পরিচালক, প্রযোজক পেলে আবারও একসঙ্গে কাজ করতে প্রস্তুত। শুভশ্রী যদিও মজা করে বলেন, ‘দেবের প্রোডাকশনে আমি কাজ করেছি, ও আমারটায় করবে কি?’ দর্শক সরাসরি চিৎকার করে ওঠে, ‘বিনা পারিশ্রমিকে করুক!’

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এই জন্মে দেব-শুভশ্রীকে আলাদা করা যাবে না : দেব

আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক: দশটি বছর কেটে গেছে তাদের দূরত্বে, আলাদা জীবনে, আলাদা পর্দায়। কিন্তু তবু একটি নাম আজও জড়িয়ে থাকে অন্যটির সঙ্গে। তারা দেব আর শুভশ্রী।

দর্শকের ভালোবাসায় যেমন বাঁচে কিছু সম্পর্ক। দেব-শুভশ্রীর সম্পর্ক যেন তেমনই। এক দশক পর কলকাতার নজরুল মঞ্চের আলো-আঁধারি ভেদ করে একসঙ্গে হাজির হলেন তারা। উপলক্ষ- দীর্ঘদিন আটকে থাকা সিনেমা ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ। আর সেই এক মঞ্চে বসেই তারা ফিরিয়ে আনলেন পুরোনো প্রেম, মান-অভিমান, ভুল বোঝাবুঝি, নস্টালজিয়া। শুরু করলেন নতুন করে বন্ধুত্বটাও। একে অপরকে ফলো করলেন সোশ্যাল মিডিয়াতে। কেন? সেই প্রশ্নের জবাবে দর্শকের সমর্থনে দেবের উত্তর ছিল, ‘এমনি’।

সঞ্চালকের এক প্রশ্নে হেসে দেব বলেন, ‘এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না। শুভশ্রীও পারবে না। যখনই কোনো জুটি নিয়ে আলোচনা হবে, আমাদের নাম আসবেই, আলাদা করা যাবে না।’

শুভশ্রীও হেসে বলেন, ‘আমরা চেষ্টা করিনি আমাদের জুটিকে বাঁচিয়ে রাখতে। দর্শকেরাই রেখেছে। তাদের ভালোবাসায়, আবেগে, কান্নায়, উচ্ছ্বাসে।’

দেব জানালেন, আজও স্কুলের বাচ্চারা দেবদেবীর জায়গায় লেখে দেব-শুভশ্রী। তাতে বোঝা যায় এই জুটির প্রভাব ঠিক কতটা গভীরে গেঁথে রয়েছে বাংলা সিনেমার ইতিহাসে।

২০১৪ সালের শুটিং হলেও আটকে যায় কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় ‘ধূমকেতু’। এটাই ছিল দেব-শুভশ্রীর শেষ একসঙ্গে কাজ। সিনেমা যেমন বন্ধ হয়ে গিয়েছিল, সম্পর্কেও নেমে এসেছিল ছায়া। দুজনের পথ আলাদা হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায়ও কেটে যায় যোগাযোগ। দেব সরাসরি ব্লক করে দিয়েছিলেন শুভশ্রীকে।

তবে এবার সেই সব আড়াল ভেদ করে এলেন একসঙ্গে। মঞ্চে বসেই একে অপরকে আনব্লক করলেন। ফলো করলেন ইনস্টাগ্রামে। একসঙ্গে তুললেন সেলফি। দর্শকদের সামনে গাইলেন গানও। শুভশ্রী বললেন, ‘অনেক জায়গায় দেখা হলেও কথা হতো না। এবার পুরোনো সব ভুলে, শুধু কাজ আর ভালোবাসার জায়গা থেকে একসঙ্গে আসা।’

আজও দেব-শুভশ্রী মানে হাজারো ভক্তের কাছে প্রথম প্রেম। সেটা আবারও প্রমাণ হলো নজরুল মঞ্চে তাদের একত্রিত হওয়ার উচ্ছ্বাসে।

এই মঞ্চে দাঁড়িয়েই দুজনই জানালেন, ভালো গল্প, পরিচালক, প্রযোজক পেলে আবারও একসঙ্গে কাজ করতে প্রস্তুত। শুভশ্রী যদিও মজা করে বলেন, ‘দেবের প্রোডাকশনে আমি কাজ করেছি, ও আমারটায় করবে কি?’ দর্শক সরাসরি চিৎকার করে ওঠে, ‘বিনা পারিশ্রমিকে করুক!’

এসি/