ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

এইচএসসির চার দিনের স্থগিত পরীক্ষার নতুন সূচি

  • আপডেট সময় : ০৯:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মাইলস্টোন ট্র্যাজেডিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষার নতুন সূচি দিয়েছে সরকার।
এছাড়া বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা এবং এনসিপির সমাবেশে হামলার পর সংঘাতের কারণে স্থগিত হওয়া গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
নতুন সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা হবে ১৭ আগস্ট। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট। এছাড়া কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা ১২ আগস্ট নেওয়া হবে। ঢাকা বোর্ডের গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষা হবে ১৪ আগস্ট। আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ চার দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়।
১৭ আগস্ট সব বোর্ডে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। আর ১৯ আগস্ট সব বোর্ডে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাক্টিস প্রথম পত্র বিষয়ের পরীক্ষার সূচি দেওয়া হয়েছে। ১২ আগস্ট কুমিল্লা বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। আর ১৪ আগস্ট গোপালগঞ্জ জেলায় হবে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এইচএসসির চার দিনের স্থগিত পরীক্ষার নতুন সূচি

আপডেট সময় : ০৯:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মাইলস্টোন ট্র্যাজেডিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষার নতুন সূচি দিয়েছে সরকার।
এছাড়া বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা এবং এনসিপির সমাবেশে হামলার পর সংঘাতের কারণে স্থগিত হওয়া গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
নতুন সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা হবে ১৭ আগস্ট। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট। এছাড়া কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা ১২ আগস্ট নেওয়া হবে। ঢাকা বোর্ডের গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষা হবে ১৪ আগস্ট। আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ চার দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়।
১৭ আগস্ট সব বোর্ডে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। আর ১৯ আগস্ট সব বোর্ডে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাক্টিস প্রথম পত্র বিষয়ের পরীক্ষার সূচি দেওয়া হয়েছে। ১২ আগস্ট কুমিল্লা বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। আর ১৪ আগস্ট গোপালগঞ্জ জেলায় হবে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা হবে।