নিজস্ব প্রতিবেদক : মিরপুরে সড়কে পাওয়া ২০২২ সালের চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার ৫০টি খাতা পুলিশের মাধ্যমে বোর্ডে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার সকালে খাতাগুলো রাজধানীর মিরপুরের ১০ নম্বরে পাওয়া যায়। পরে সেগুলো কাফরুল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। কাফরুল থানা পুলিশ জানিয়েছে, সকালে মিরপুরের ১০ নম্বরের গোল চত্ত্বরে ঢাকা শিক্ষা বোর্ডের ৫০টি খাতা পেয়ে কিছু লোক থানায় নিয়ে আসেন। পরে সেগুলো আমরা আমাদের হেফাজতে রাখি। খাতাগুলো চলতি বছরের এইচএসসির ইংরেজি প্রথম পত্রের ছিলো। খোঁজ নিয়ে জানা গেছে, খাতাগুলো ছিলো রাজধানীর শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. ইব্রাহিম হোসাইনের। তিনি জানান, বুধবার খাতাগুলো দেখার জন্য বোর্ড থেকে মোটরসাইকেল যোগে তার নিজের বাসায় নিয়ে যাচ্ছিলেন। এসময় খাতাগুলো পড়ে যায়। তিনি খাতাগুলো খুঁজে বেড়াচ্ছিলেন। গত ৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আর ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা গত ১০ নভেম্বর অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ২২ ডিসেম্বর।
এইচএসসির খাতা রাস্তায়: পুলিশের মাধ্যমে বোর্ডে হস্তান্তর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ