ক্রীড়া প্রতিবেদক : লকডাউন শুরুর পর স্থগিত হওয়া নারী ফুটবল লিগ ফের শুরু হয়েছে বুধবার। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া (এআরবি) কলেজ স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে হারিয়েছে নাসরিন স্পোর্টিং ক্লাবকে।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, দ্বিতীয়ার্ধে ৫ গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। দুটি করে গোল করেছেন সাজেদা খাতুন ও উন্নতি খাতুন। বাকি দুই গোল শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানীর।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব টেবিলের দ্বিতীয় স্থানে। গোলে এগিয়ে শীর্ষে বসুন্ধরা কিংসের মেয়েরা। বুধবার আরও দুটি ম্যাচ হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।
এআরবি কলেজের বড় জয় দিয়ে ফের মাঠে নারী লিগ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ