প্রযুক্তি ডেস্ক: রোবট যান্ত্রিক। যন্ত্রের মতোই এর আচরণ হবে, সেটাই স্বাভাবিক। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সে ধারণা বদলে যাচ্ছে। রোবটের যান্ত্রিক জড়তা ও বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা অনেকটাই কমেছে। এরই মধ্যে ‘আরও মানুষের মতো’ রোবট তৈরি করতে যাচ্ছে মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠান। শিল্পকারখানায় ব্যবহৃত এই রোবট তৈরিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজ প্রথম যে যন্ত্রটি তৈরি করেছে, সেটির নাম ‘এমআইআরএআই’। রোবটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যন্ত্রে এআই ও ক্যামেরা ব্যবহার করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে রোবটগুলো এমন কাজ করতে পারবে, যেগুলো সাধারণ সফটওয়্যারের মাধ্যমে আগে থেকে নিয়ন্ত্রণ করা রোবটের পক্ষে করা সম্ভব নয়।
মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা রনি ভুইন। চলতি বছরের শুরুর দশকে তিনি বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। প্রকৌশলীদের কোনো নির্দেশনা ছাড়া রোবট কীভাবে নিজে নিজে কাজ করতে পারে, তা নিয়ে তখন গবেষণা করেছিলেন তাঁরা। তবে সে সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অতটা আলোচনা ছিল না।
২০১৪ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপমাইন্ড কিনে নেয় গুগল। তখন রনির গবেষক দল বুঝতে পারেন, প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও প্রচলিত হয়ে উঠেছে। পুরোনো গবেষণা সামনে এগিয়ে নিতে অনুপ্রেরণা পান তাঁরা। সে বছরই মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন তিনি।
মাইক্রোপসি ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয় বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে। সেখানে কোনো রোবটকে এক ঘণ্টার মধ্যে কাজ শেখাতে পারে এমআইআরএআই। তার পর থেকে কাজটি নিজেই করতে পারবে রোবটটি।