প্রযুক্তি ডেস্ক: বেশিরভাগ মানুষই সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি গান ও মানুষের তৈরি গানের মধ্যে পার্থক্য করতে পারে না বলে উঠে এসেছে নতুন এক জরিপে।
এআই ব্যবহার করে তৈরি করা গান মানুষ চিনতে পারে কি না তা দেখার জন্য গবেষকরা মোট আটটি দেশের ৯ হাজার ব্যক্তিকে নিয়ে জরিপটি করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।
এ ‘ব্লাইন্ড টেস্ট’-এ অংশগ্রহণকারীদের তিনটি গান শোনানো হয়, যার মধ্যে দুটি এআইয়ের তৈরি ও একটি মানুষের তৈরি গান। জরিপের ফলাফলে উঠে এসেছে, মানুষের তৈরি গানটি ঠিকভাবে চিনতে পারেনি ৯৭ শতাংশ মানুষই। ‘ইপসোস’ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজার’ পরিচালিত এ জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ বলেছেন, এআই তৈরি গান আর মানুষের তৈরি গানের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে অস্বস্তি অনুভব করেছেন তারা।
জরিপে আরো উঠে এসেছে, বেশিরভাগ মানুষ চাইছেন এআইয়ের মাধ্যম তৈরি বিভিন্ন গানকে ‘অ্যাপল মিউজিক, ‘ডিজার, ও ‘স্পটিফাই’-এর মতো প্লাটফর্মে স্পষ্টভাবে লেবেলিং করা রাখা হোক। ডিজার-এর সিইও অ্যালেক্সিস ল্যানটার্নিয়ার বলেছেন, প্ল্যাটফর্ম ও শ্রোতাদের আপত্তি থাকার পরও পুরোপুরিভাবে ‘এআইয়ের মাধ্যমে তৈরি গানের বন্যায়’ ভেসে যাচ্ছে বিভিন্ন স্ট্রিমিং পরিষেবা। তিনি বলেছেন, জরিপের ফলাফলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, মানুষ গান নিয়ে আগ্রহী এবং তারা জানতে চায়, তারা যে গান শুনছেন তা এআই দিয়ে তৈরি না কি মানুষের তৈরি। এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ উদ্বিগ্ন এআই তৈরি গান শিল্পীদের জীবিকা ও গান তৈরির প্রক্রিয়ায় কীভাবে প্রভাব ফেলবে। বিভিন্ন এআই কোম্পানি যেন কপিরাইটওয়ালা কনটেন্ট ব্যবহার করে নিজেদের মডেলকে প্রশিক্ষণ দিতে না পারে সে বিষয়েও সচেতন তারা।
ডিজার বলেছে, প্রতিদিন তাদের পরিষেবায় এআইয়ের মাধ্যমে তৈরি ৫০ হাজারেরও বেশি গান আপলোড হয়, যা মোট নতুন গানের প্রায় এক তৃতীয়াংশ। এআইয়ের মাধ্যমে তৈরি এসব গানের মধ্যে প্রায় ৭০ শতাংশ জালিয়াতি বলে ধারণা করছে স্ট্রিমিং সাইটটি, যাদের মূল উদ্দেশ্য কেবল গান শোনানোর মাধ্যমে আয় করা। স্ট্রিমিং জায়ান্টটি বলেছে, তাদের এআই শনাক্তকরণ টুল কেবল এআই ব্যবহার করে তৈরি বিভিন্ন গান চিহ্নিত করতে পারে। এরপর এইসব গান স্বয়ংক্রিয়ভাবে অ্যালগরিদমভিত্তিক সুপারিশ থেকে সরিয়ে দেয় তারা।
এ দিকে, এ সপ্তাহের শুরুতে এআইয়ের মাধ্যম তৈরি একটি গান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিলবোর্ড চার্টের শীর্ষে উঠে এসেছে। ব্রেকিং রাস্টের ‘ওয়াক মাই ওয়াক’ নামের এই গানটি স্পটিফাইতে ৩০ লাখেরও বেশি বার শুনেছেন শ্রোতারা।
সানা/আপ্র/১৫/১১/২০২৫

























