ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

এআইয়ের কারণে আয় বাড়ল ছোট্ট দ্বীপটির

  • আপডেট সময় : ০১:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) আবির্ভাব নিঃসন্দেহে বিশ্বব্যাপী উৎপাদনশীলতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করেছে। কিন্তু ছোট্ট একটি ক্যারিবীয় দ্বীপের পুরো চেহারা পাল্টে দিয়েছে এআই। ক্যারিবীয় এই দ্বীপের নাম অ্যাংগুইলা। এটি ব্রিটিশ শাসনের অধীন। এই দ্বীপ থেকে সরকারের যত আয় হয়, তার এক-তৃতীয়াংশই আসছে এআই থেকে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এ আয় করতে এক লাইনও কোড লেখার প্রয়োজন পড়েনি।
ইস্টার্ন ক্যারিবিয়ান কারেন্সি ইউনিয়নের সদস্য অ্যাংগুইলার ভাগ্য ফিরেছে ইন্টারনেট ঠিকানা নিবন্ধন ফি থেকে। দ্বীপটির জন্য নির্ধারিত ইন্টারনেট ঠিকানা হচ্ছে ডটএআই (.ধর)। যেমন জাপানের জন্য ডটজেপি, ফ্রান্সের জন্য ডটএফআর, বাংলাদেশের জন্য ডটবিডি ইত্যাদি। কেউ যখন ডটএআই ডোমেইন নিবন্ধন করেন, তাঁর জন্য রাজস্ব পায় অ্যাংগুইলা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাংগুইলার দেশের কোড ডটএআই বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে প্রিয় তালিকায় রয়েছে। এর কারণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়া।
আইএমএফ জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি উন্মুক্ত করার পর থেকে ডটএআই ডোমেইনের নিবন্ধন বিশ্বজুড়ে নাটকীয়ভাবে বেড়ে গেছে। ২০২২ সালে ডটএআই ডোমেইনের নিবন্ধন সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার, যা ২০২৩ সালে ৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়ে যায়। আইএমএফ জানিয়েছে, ডটএআইয়ের নিবন্ধন বেড়ে যাওয়ায় অ্যাংগুইলার রাজস্বও ব্যাপক বেড়ে গেছে। গত বছরের অ্যাংগুইলান সরকারের মোট রাজস্বের চেয়ে ২০ শতাংশ বেশি রাজস্ব এসেছে এর কারণে। আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডটএআই ডোমেইন নিবন্ধন থেকে গত বছর ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে অ্যাংগুইলা।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআইয়ের কারণে আয় বাড়ল ছোট্ট দ্বীপটির

আপডেট সময় : ০১:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

প্রত্যাশা ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) আবির্ভাব নিঃসন্দেহে বিশ্বব্যাপী উৎপাদনশীলতা এবং উদ্ভাবনকে উৎসাহিত করেছে। কিন্তু ছোট্ট একটি ক্যারিবীয় দ্বীপের পুরো চেহারা পাল্টে দিয়েছে এআই। ক্যারিবীয় এই দ্বীপের নাম অ্যাংগুইলা। এটি ব্রিটিশ শাসনের অধীন। এই দ্বীপ থেকে সরকারের যত আয় হয়, তার এক-তৃতীয়াংশই আসছে এআই থেকে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এ আয় করতে এক লাইনও কোড লেখার প্রয়োজন পড়েনি।
ইস্টার্ন ক্যারিবিয়ান কারেন্সি ইউনিয়নের সদস্য অ্যাংগুইলার ভাগ্য ফিরেছে ইন্টারনেট ঠিকানা নিবন্ধন ফি থেকে। দ্বীপটির জন্য নির্ধারিত ইন্টারনেট ঠিকানা হচ্ছে ডটএআই (.ধর)। যেমন জাপানের জন্য ডটজেপি, ফ্রান্সের জন্য ডটএফআর, বাংলাদেশের জন্য ডটবিডি ইত্যাদি। কেউ যখন ডটএআই ডোমেইন নিবন্ধন করেন, তাঁর জন্য রাজস্ব পায় অ্যাংগুইলা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাংগুইলার দেশের কোড ডটএআই বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে প্রিয় তালিকায় রয়েছে। এর কারণ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়া।
আইএমএফ জানিয়েছে, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি উন্মুক্ত করার পর থেকে ডটএআই ডোমেইনের নিবন্ধন বিশ্বজুড়ে নাটকীয়ভাবে বেড়ে গেছে। ২০২২ সালে ডটএআই ডোমেইনের নিবন্ধন সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার, যা ২০২৩ সালে ৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়ে যায়। আইএমএফ জানিয়েছে, ডটএআইয়ের নিবন্ধন বেড়ে যাওয়ায় অ্যাংগুইলার রাজস্বও ব্যাপক বেড়ে গেছে। গত বছরের অ্যাংগুইলান সরকারের মোট রাজস্বের চেয়ে ২০ শতাংশ বেশি রাজস্ব এসেছে এর কারণে। আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডটএআই ডোমেইন নিবন্ধন থেকে গত বছর ৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে অ্যাংগুইলা।