প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্মার্ট চশমা উন্মোচন করেছে চীনের বহুজাগতিক ই কমার্স কোম্পানি আলিবাবা। এ ধরনের পণ্যে চীনা কোম্পানিটির এটাই প্রথম প্রবেশ।
সোমবার (২৮ জুলাই) একজোড়া স্মার্ট চশমা উন্মোচন করেছে কোম্পানিটি, যা তাদের নিজস্ব এআই মডেলের মাধ্যমে চলবে। নতুন এ পণ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
ই-কমার্স জায়ান্টটি বলেছে, ‘কোয়ার্ক এআই গ্লাসেস’ নামের স্মার্ট চশমাটি ২০২৫ সালের শেষের দিকে চীনের বাজারে আনবে তারা। এ চশমার হার্ডওয়্যার চলবে কোম্পানিটির নিজস্ব ‘কোয়েন’ নামের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও উন্নত এআই সহকারী কোয়ার্ক-এর মাধ্যমে।
সিএনবিসি লিখেছে, হ্যাংজুভিত্তিক এ কোম্পানিটি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে শীর্ষস্থানীয়দের মধ্যে একটি। তারা আগ্রাসীভাবে নতুন নতুন এআই মডেল আনছে, যেগুলো পশ্চিমা কোম্পানি যেমন ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।
অনেক প্রযুক্তি কোম্পানিই আভাস দিচ্ছে, স্মার্টফোনের পাশাপাশি ওয়্যারেবল বা পরিধানযোগ্য ডিভাইস, বিশেষ করে স্মার্ট চশমা হবে কম্পিউটিংয়ের পরবর্তী ধাপ। কোয়ার্ক এ বছর আপডেট করেছে আলিবারা। বর্তমানে চীনে অ্যাপ হিসেবে পাওয়া যাচ্ছে এটি। অ্যাপটিকে আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে এবার হার্ডওয়্যার খাতে প্রবেশ করছে কোম্পানিটি।
রে-ব্যানের সহযোগিতায় তৈরি মেটার স্মার্ট চশমার জবাবে আলিবাবা ‘কোয়ার্ক এআই গ্লাসেস’ বাজারে আনার উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিবি।
এ স্মার্ট চশমার মাধ্যমে আলিবাবা এখন চীনা কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি শাওমির সঙ্গেও প্রতিযোগিতায় নামছে। কারণ, এ বছর নিজেদের এআই চশমা বাজারে এনেছে শাওমি।
আলিবাবা বলেছে, তাদের স্মার্ট চশমায় থাকবে হ্যান্ডস-ফ্রি কলিং, মিউজিক স্ট্রিমিং, রিয়াল-টাইম ভাষা অনুবাদ ও মিটিংয়ের কথাবার্তা লিখে রাখার জন্য ট্রান্সক্রিপশন সুবিধা। চশমাটিতে একটি বিল্ট-ইন ক্যামেরাও থাকবে।
চীনে ম্যাপিং থেকে শুরু করে অনলাইন ট্রাভেল এজেন্ট পর্যন্ত বিভিন্ন ধরনের পরিষেবা দিচ্ছে আলিবাবা। তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘অ্যান্ট গ্রুপ’ পরিচালনা করে বহুল ব্যবহৃত মোবাইল পেমেন্ট সেবা ‘আলিপে’।
আলিবাবা বলেছে, এ স্মার্ট চশমার মাধ্যমে পথের দিকনির্দেশনা নিতে পারবেন, আলিপে দিয়ে পেমেন্ট করতে পারবেন ও তাদের চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম ‘তাওবাও’-তে পণ্যের দামও তুলনা করতে পারবেন ব্যবহারকারীরা। তবে, এখনও চশমাটির মূল্য ও বিভিন্ন ফিচারের বিবরণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি আলিবাবা।