বিনোদন ডেস্ক : ঋষি কাপুরের মৃত্যুর দুই বছর পর তার শেষ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ‘শর্মাজি নামকিন’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। আগামী ৩১ মার্চ সিনেমাটির মুক্তির খবর বুধবার নিজেদের ইন্সটাগ্রাম একাউন্টে জানিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। সিনেমাটির একটি পোস্টারও শেয়ার করা হয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেত্রী জুহি চাওলা, যিনি নব্বইয়ের দশকে ঋষি কাপুরের সঙ্গে ‘বোল রাধা বোল, ‘ইনা মিনা ডিকা’র মতো সিনেমাতে কাজ করেছিলেন। জুহি সিনেমার পোস্টার সোশাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, “শর্মাজি আসছেন আমাদের জীবনে আনন্দ নিয়ে আসতে।” এ সিনেমার সহ-প্রযোজক ফারহান আখতারও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন এ খবরটি। ‘শর্মাজি নামকিন’ সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে, যিনি একদল নারীর সঙ্গে যোগ দেওয়ার পর রান্নার মধ্যে নিজের জীবনের অর্থ খুঁজে পান।
বলিউড কিংবদন্তি রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর ‘রোমান্টিক হিরো’ হিসেবে ছিলেন পরিচিত। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ২০২০ সালের ৩০ এপ্রিল মারা যান তিনি। ওই বছরের শুরুতেই ‘শর্মাজি নামকিন’র শুটিং শুরু হয়েছিল। শুটিংয়ের অনেকটাই সেরে ফেলেছিলেন তিনি। পরে একই চরিত্রে অভিনয় করে অসমাপ্ত কাজ শেষ করেন পরেশ রাওয়াল। হিতেশ ভাটিয়া নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন সুহেইল নায়ার, তারুক রায়না, সতীশ কৌশিক, শিবা চাড্ডা ও ইশা তলওয়ার।
ঋষি কাপুরের শেষ সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ