ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

ঋণের সুদ আদায় না হলে ব্যাংকের আয়ে স্থানান্তরিত নয়

  • আপডেট সময় : ১২:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকগুলো পুনঃতফসিল করা ঋণ আদায় না করেই আরোপিত সুদ আয় খাতে দেখিয়ে আসছে। আর এতে এবার লাগাম টানলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণের সুদ আদায় না হওয়া পর্যন্ত ব্যাংকের আয় খাতে স্থানান্তরিত করা বা দেখানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। নিয়ম অনুযায়ী পুনঃতফসিল করা ঋণের যে পরিমাণ অর্থ আদায় হবে ওই টাকার নির্ধারিত সুদ ব্যাংক তার আয় খাতে দেখাতে পারে। কিন্তু সম্প্রতি ব্যাংকগুলো তাদের আর্থিক প্রতিবেদন কাগজে-কলমে ভালো দেখাতে পুনঃতফসিল করা ঋণের অর্থ আদায় না করেই সুদ আয় খাতে দেখিয়ে আসছে। এতে প্রকৃত অবস্থা অপেক্ষা ব্যাংকের আয় বেশি দেখানো হচ্ছে বিপরীত দিকে ব্যাংকের মূলধন ভিত্তি দুর্বল হচ্ছে। এ ধরনের কার্যক্রম ব্যাংকিং খাতের শৃঙ্খলা পরিপন্থী বলছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ব্যাংকগুলো আর্থিক অবস্থার প্রকৃত চিত্রের প্রতিফলন নিশ্চিতকরণ, মূলধন সুসংহতকরণ এবং ব্যাংকিং খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার স্বার্থে পুনঃতফসিলকরা ঋণের বিপরীতে আরোপিত সুদ প্রকৃত আদায় ছাড়া কোনভাবেই ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনলাইন জুয়া কেলেঙ্কারিতে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

ঋণের সুদ আদায় না হলে ব্যাংকের আয়ে স্থানান্তরিত নয়

আপডেট সময় : ১২:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকগুলো পুনঃতফসিল করা ঋণ আদায় না করেই আরোপিত সুদ আয় খাতে দেখিয়ে আসছে। আর এতে এবার লাগাম টানলো কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণের সুদ আদায় না হওয়া পর্যন্ত ব্যাংকের আয় খাতে স্থানান্তরিত করা বা দেখানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। নিয়ম অনুযায়ী পুনঃতফসিল করা ঋণের যে পরিমাণ অর্থ আদায় হবে ওই টাকার নির্ধারিত সুদ ব্যাংক তার আয় খাতে দেখাতে পারে। কিন্তু সম্প্রতি ব্যাংকগুলো তাদের আর্থিক প্রতিবেদন কাগজে-কলমে ভালো দেখাতে পুনঃতফসিল করা ঋণের অর্থ আদায় না করেই সুদ আয় খাতে দেখিয়ে আসছে। এতে প্রকৃত অবস্থা অপেক্ষা ব্যাংকের আয় বেশি দেখানো হচ্ছে বিপরীত দিকে ব্যাংকের মূলধন ভিত্তি দুর্বল হচ্ছে। এ ধরনের কার্যক্রম ব্যাংকিং খাতের শৃঙ্খলা পরিপন্থী বলছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ব্যাংকগুলো আর্থিক অবস্থার প্রকৃত চিত্রের প্রতিফলন নিশ্চিতকরণ, মূলধন সুসংহতকরণ এবং ব্যাংকিং খাতে সার্বিক ঋণ শৃঙ্খলার স্বার্থে পুনঃতফসিলকরা ঋণের বিপরীতে আরোপিত সুদ প্রকৃত আদায় ছাড়া কোনভাবেই ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।