নাটোর সংবাদদাতা : নাটোর সদর উপজেলার একটি আম বাগান থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাফুরিয়া ইউপির নজরপুর এলাকার সড়কের পাশের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয় নাটোর সদর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান। নিহত ৪০ বছর বয়সী জাহিদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। কাফুরিয়া ইউপির চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, “জাহিদুলের অনেক ঋণ ছিল। পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে সে মানসিক অবসাদে ভুগছিল। এ কারণে বাড়িতেও অশান্তি চলছিল। সকালে স্থানীয় এক কৃষক জাহিদুলের মরদেহ বাগানে আম বাগানে পড়ে থাকতে পরিবার ও স্বজনদের খবর দেয়।